31ºc, Haze
Saturday, 21st May, 2022 8:06 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আদালত সকলের উর্ধ্বে। আর সর্বোচ্চ আদালত সকলের উর্ধ্বে। যে কারণে রায় বা পর্যবক্ষেণ, তা সে নিম্ন আদালতেরই হোক বা উচ্চ আদালতের, সেই রায় নিয়ে এমন কোনও কথা বলা যায় না যা আদালতকে অসম্মান করে। মন্তব্য করতে হয় সাবধানে। রায় নিয়ে আপত্তি থাকলে বা অসন্তোষ থাকলে উচ্চ আদালতে যাওয়ার সংস্থান রয়েছে। সেই আদালতের প্রধান বিচারপতি পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই যুবক । আর তা নিয়ে প্রশ্ন তোলায় মোটা টাকা জরিমানা ধার্য করল ভারতের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিল।
এই অসম সাহসী দুইয়ের সঙ্গে একবার পরিচয় করিয়ে দেওয়া যাক।
অসম সাহসীর নাম মুকেশ জৈন। তিনি একা নন, তাকে আবার সঙ্গত করেছিলেন স্বামী ওম নামে এক ব্যক্তি। মামলা দায়ের হয় ২০১৭ সালে। মামলা খারিজ করে দিতে গিয়ে জানায়, আদালতের সময় নষ্ট করার চেষ্টা ছাড়া এটা আর কিছু নয়। সেই সঙ্গে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার অর্থ সন্দেহ করা, যা কার্যত আদালতকে অসম্মান করার সামিল। আদালত দুজনের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা ধার্য করে। পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়। অভিযুক্তপক্ষের আইনজীবী আদালতকে বলেন, এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। যা শুনে আদালত বলে, সে ক্ষেত্রে এই রায় একজনের ক্ষেত্রেই কার্যকর হবে।
আরও পড়ুন বিচারের নামে প্রহসন চলছে: সপার নেতার জামিন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট