এই মুহূর্তে




‘১০ মুসলিম মেয়েকে তুলে এনে বিয়ে করো’, হিন্দু যুবকদের পরামর্শ প্রাক্তন বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি: ‘মুসলিম মেয়েদের তুলে এনে বিয়ে করলে যে কোনও হিন্দু পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, তাই যাও গিয়ে ১০ টা মুসলিম মেয়েকে বিয়ে করে নিয়ে এসো, হিন্দুরা রাজ্যে নির্ভয়ে যা খুশি তাই করতে পারেন। কোনও ক্ষতি নেই।’ হ্যাঁ হিন্দু পুরুষদের এমনটাই পরামর্শ দিয়ে এবার বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ডুমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিংহ। তাঁর মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। তবে বিতর্ক তৈরি করার পর হতাশাও প্রকাশ করছেন বিজেপি বিধায়ক। তাঁর মন্তব্যটি ভাইরাল হতেই তীব্র নিন্দা জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতারা। তাদের দাবি, বিজেপি বিধায়ক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বারবার চেষ্টা করছেন এবং মুসলমানদের ক্রমাগত অপমান করছেন। সম্প্রতি রাঘবেন্দ্র প্রতাপ সিংহ নিজের নির্বাচনী এলাকার ধনখরপুর গ্রামে গিয়েছিলেন। যেখানে দুই হিন্দু মহিলাকে মুসলিম পুরুষদের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল এবং ধর্মান্তরিত করা হচ্ছিল। সেখানেই গত ১৬ অক্টোবর গিয়েছিলেন ওই বিজেপি বিধায়ক।

সেখানে গিয়েই তাঁকে বলতে শোনা যায় যে, ‘আমি দুই হিন্দু মহিলার বিনিময়ে কমপক্ষে ১০ জন মুসলিম মহিলাকে গ্রহণ করব না। যে কোনও হিন্দু পুরুষ মুসলিম মেয়ের সঙ্গে পালিয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিবাহের ব্যবস্থা করে দেব এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। এখন অখিলেশ যাদবের সময় নেই। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা আপনার সঙ্গে আছি। মুসলিম ছেলেদের দুটি হিন্দু মেয়েকে বিয়ে করার বিষয়টি এভাবেই শেষ হবে না। দুটির পরিবর্তে, হিন্দু যুবকদের কমপক্ষে ১০ জন মুসলিম মেয়েকে এনে তাদের বিয়ে করা উচিত। বাকিটা আমি দেখে নেব।’ এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এমনকী তাঁর মন্তব্যে বিতর্কের সৃষ্টি হলেও তাঁর কোনও অনুশোচনা হয়নি।

পাল্টা বিজেপি বিধায়ক আরও দাবি করেছেন যে, ‘ডুমারিয়াগঞ্জ এলাকাটিকে আগে মিনি পাকিস্তান বলা হত। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে লোকেরা সন্ত্রাসের রাজত্ব কাটিয়ে উঠেছে। অন্যথায়, এমন বেশ কয়েকটি গ্রাম ছিল যেখানে হিন্দুরা ভয়ে বাস করত। তাদের মেয়ে এবং পুত্রবধূরা নিরাপদ ছিল না। ধনখরপুর গ্রামে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং এক সপ্তাহে দুই হিন্দুকে প্রলুব্ধ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। আমি সেখানে গিয়ে জনগণকে বুঝিয়ে বললাম যে এবার তাদের জেগে ওঠা এবং প্রতিহত করার প্রয়োজন। আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। নিজেদের প্রস্তুত রাখুন। আমরা আপনার সঙ্গে আছি। আমি বলেছিলাম, ‘যদি দুটি হিন্দু মেয়েকে অপহরণ করা হয়, তাহলে আপনার দশটি মুসলিম মেয়েকে নিয়ে আসা উচিত। আমরা বিয়ের খরচের সম্পূর্ণ দায়িত্ব নেব এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তাও দেব। এটি (সমাজবাদী পার্টির প্রধান) অখিলেশ যাদব বা মুসলিম তোষণ কারী অন্যান্য দলের যুগ নয়। এটি যোগীজির যুগ। তাই ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।’

রাঘবেন্দ্র প্রতাপ সিংহের এই মন্তব্যের তীব্র নিন্দা করে, ডুমারিয়ানগঞ্জের সমাজবাদী পার্টির বিধায়ক, সাইয়াদা খাতুন বলেছেন যে, ‘তারা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির কৌশলের অংশ। রাঘবেন্দ্র প্রতাপ সিংহের বক্তব্য নারীকে অপমান করেছে। তারা মুসলিমদের অপমান ও অসম্মান করে চলেছে। মুসলিমরা কি ভারতের নাগরিক নয়, তারা কি এই দেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেনি? আমার অভিযোগ সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন নীরব দর্শক, এবং যদি কিছু ঘটে তবে তারা দায়ী থাকবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ