এই মুহূর্তে




লাইসেন্সপ্রাপ্ত পিস্তল নিয়ে নাচানাচি, ফের বিতর্কে তিহার জেলের জেলর দীপক শর্মা




নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে তিহার জেলের জেলর দীপক শর্মা। এবার তিনি বিতর্কে জড়াল তার নাচ। আসলে, সম্প্রতি তিনি একটি পার্টিতে গিয়ে ধুমধাম নেচেছিলেন। কি ভাবছেন এতে বিতর্ক কোথায়! আসলে নাচ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ নাচের সময় তিনি তাঁর পিস্তলটি বের করে তা নাড়াতে শুরু করলেন। আর বিষয়টি পুরোটা ভিডিও করেছেন ওই পার্টিতে উপস্থিত কেউ। সেখানেই ধরা পড়ে, সরকারি পিস্তল নিয়ে তাঁর নাচানাচি। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, অস্ত্রটি লাইসেন্সবিহীন নাকি লাইসেন্সপ্রাপ্ত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যদি তিনি লাইসেন্সধারী পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তবে দীপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসলে জেলর সাহেব জন্মদিনের একটি পার্টিতে গিয়ে নিজের হাতে তুলে নিয়ে বন্ধুদের সঙ্গে নাচতে ব্যস্ত ছিলেন। শুধু তাই নয়, যে গানে তিনি নাচছিলেন সেটাও সাধারণ গান ছিল না। এই গানটি ছিল সঞ্জয় দত্তের বহুল আলোচিত চলচ্চিত্র খলনায়ক – ‘নায়ক নাহি…খলনায়ক হ্যায় তু’।এখন তিহার জেল এই বিষয়ে তদন্ত শুরু করেছে। সূত্র বলছে, দীপক শর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, দিল্লি পুলিশও ভিডিওটি প্রকাশ্যে এনেছেন। বলা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাতে ঘোন্ডা থেকে বিজেপি কাউন্সিলরের স্বামীর জন্মদিনের পার্টিতে নাচতে গিয়ে পিস্তল দেখিয়েছিলেন দীপক শর্মা। ঘটনাটি চলছিল সীমাপুরী থানার কাছাকাছি এলাকায়। তবে এখন প্রশ্ন উঠেছে দীপক শর্মা তিহার জেলের আধিকারিক হলেও তাঁর নিরাপত্তার জন্য সরকারি অস্ত্র ছিল কি না, দ্বিতীয়ত, লাইসেন্সকৃত অস্ত্র থাকলেও তিনি কি সত্যই একজন অফিসার হয়ে সরকারি পিস্তল এমন অপব্যবহার করতে পারেন?

এই প্রসঙ্গে তিহার জেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে, তারা দীপক শর্মার সমস্ত অপকর্মের তথ্য পাচ্ছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এটা জেলের নিয়মের পরিপন্থী। অন্যদিকে দিল্লি পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ডিসিপি শাহদারা সুরেন্দ্র চৌধুরী জানিয়েছেন, তিনি বিষয়টি তদন্ত করছেন। খতিয়ে দেখা হচ্ছে এই অস্ত্রের লাইসেন্স ছিল কি না বা দীপক শর্মার ছিল কি না? তবে এই প্রথম নয়। এর আগেও দীপকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। মান্ডোলি জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর সহকারী সুপার দীপক শর্মা এবং ডেপুটি সুপার জয় সিংয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিলেন। সেই সময় কনম্যান সুকেশ চন্দ্রশেখর বলেছিলেন, ‘দীপক শর্মা একটি সিনেমায় কাজ করতে চান। এ জন্য তারা আমাকে চাপ দিয়েছিল। এমনকি বডি বিল্ডিংয়ের জন্য আমার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছিলেন। শুধু তাই নয়, তারা দুজনেই আমার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা প্রটেকশন মানি নিয়েছিলেন। দীপক শর্মার বিরুদ্ধে আরও অনেক বন্দিও অনেক অভিযোগ করেছেন। আমার দাবি দুর্নীতি দমন ব্যুরো যেন এই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে। সুকেশ বলেন, জেলের ভেতরের ফুটেজ ফাঁস করেছেন এই দুই অফিসার। দীপক শর্মা সুকেশ চন্দ্রশেখরকে হুমকি দিয়েছিলেন।

কারাগার দীপক শর্মা কে?

জেলর দীপক শর্মার প্রোফাইল দেখায় যে তিনি বডি বিল্ডিং করেন এবং তার বাড়ি মান্ডোলি জেলের কাছে। অনেক অসামাজিক ব্যক্তির সঙ্গে জেলের দীপকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। সম্প্রতি জেলের অভিযোগ, এক মহিলা তাঁকে ৫০ লক্ষ টাকা প্রতারণা করেছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন জেলর। তিনি জেলের গল্প বলতে পারদর্শী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছত্তিশগড়ের বিজাপুরে পুলিশের চর সন্দেহে ২ গ্রামবাসীকে ফাঁসিতে ঝোলাল মাওবাদীরা

AIIMS ইয়েচুরির  দেহদানের সিদ্ধান্ত পরিবারের

তিনটি গাড়ি, হাতে নগদ ১.৯৫ লক্ষ টাকা, সামনে এল ভিনেশের সম্পত্তির পরিমাণ

স্কুল থেকে রাজনীতি সবেতেই ‘ফার্স্ট বয়’ ছিলেন ইয়েচুরি

মহারাষ্ট্রে BDO-র স্ত্রীকে লাঞ্ছনা, ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

‘গণেশ বাম পাশে’ পোড়ামুখে মা দুর্গা ! জেনে নিন ক্যানিংয়ের পুজোর অজানা কাহিনী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর