এই মুহূর্তে




রূপকথার রাজ্যে নয়, ভারতের বুকেই রয়েছে আস্ত ফেয়ারিল্যান্ড




নিজস্ব প্রতিনিধি: ‘বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি’, বিশ্বকবি রবীন্দ্রনাথের এই উক্তি অক্ষরে অক্ষরে খাঁটি। এক জীবনে কত কিছুই অদেখা, অজানা রয়ে যায় তার ইয়ত্তা নেই। ভারতের বুকেই রয়েছে উত্তরাখণ্ড। চারধাম যাত্রার জন্য বিখ্যাত উত্তরাখণ্ডে এমন অনেক স্থান এবং মন্দির রয়েছে যা রহস্যে ভরা। সেই সব রহস্যের সমাধান অত্যন্ত কঠিন।

উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। হিন্দু বিশ্বাস অনুসারে এই স্থানটি তেত্রিশ কোটি দেবতার আবাসস্থল। তাই উত্তরাখণ্ডকে দেবভুমি বললে সনাতন ধর্ম অনুযায়ী কোনও ভুল হয় না।

উত্তরাখণ্ডের রহস্যময় স্থানগুলির কথা বলতে হলে প্রথমেই যে নামটি আসে সেটি হল খৈত পর্বত। এই পর্বতের অবস্থান তেহরি গাড়ওয়ালে। কিংবদন্তি অনুসারে খৈত পর্বতে নয় জন পরীর বাস। তাই এই পর্বতকে পরীদের দেশ বা ফেয়ারিল্যান্ড বলা হয়।

গাড়োয়াল হিমালয়ে পরীদের অপর নাম আঁছরি। সারা উত্তরাখণ্ড জুড়ে এই আঁছরিদের সম্পর্কে নানা গল্প কাহিনী, কিংবদন্তি ছড়িয়ে রয়েছে। স্থানীয় মানুষরা বিশ্বাস করে এই পরীরা গোটা গ্রামকে রক্ষা করেন। তাঁরাই দেবভূমির ত্রাতা। তাই এই কল্পিত পরীদের ঈশ্বরের মতোই পুজো করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে পরীরা কোনও না কোনও রূপে মানুষের সামনে এসে উপস্থিত হয়।

খৈত পর্বতেই অবস্থান খৈতখাল মন্দিরের। খৈত পর্বত অঞ্চলে অবস্থিত বলে এই মন্দিরটিকে পরীদের মন্দির বলা হয়। পাশাপাশি মন্দিরটিকে অলৌকিক শক্তির কেন্দ্র বলে মনে করা হয়। এখানকার স্থানীয় বাসিন্দারা পরীদের তাদের কুলো দেবী হিসেবে পূজা করেন।

বিশ্বাস করা হয় যে এই ফেয়ারিল্যান্ডের পরীদের পরীরা উজ্জ্বলরঙা। তাঁরা নীরবতা পছন্দ করেন। প্রচুর গোলমাল, শব্দ পরীদের পছন্দ নয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালের ন্যায়চক্রে শ্রীরামের পূর্বপুরুষকে হত্যা করার ফলই পেতে হয়েছিল রাবণকে

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

৮৫৪ কোটি টাকা বেতনে Meta-য় যোগ আইআইটি কানপুরের প্রাক্তনী ত্রিপত বনশলের

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

দেবভূমি উত্তরাখণ্ডে মানুষও পূজিত ঈশ্বর রূপে, জেনে নিন অজানা মন্দিরের কাহিনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ