এই মুহূর্তে




কী কাণ্ড! বীরভূমে এসে নাকি ভোট দিয়ে যান নরেন্দ্র মোদি, আসেন মমতাও, ব্যাপারটা কী?

নিজস্ব প্রতিনিধি: ৪ নভেম্বর থেকে বাংলার বাড়ি বাড়ি গিয়ে SIR তথা নিবিড় সংশোধনী ভোটার সমীক্ষা শুরু হবে। তার আগেই বীরভূমের দুবরাজপুরে একটা কাণ্ড হয়েছে। সেখানকার একজন ভোটার হলেন খোদ নরেন্দ্র মোদি। শুনেই নিশ্চয়ই ভাবছেন, তবে কী আমেদাবাদ থেকে নাম কাটিয়ে বাংলার ভোটার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? নাকি গুজরাত এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যেরই ভোটার তিনি? হ্যাঁ, এমন প্রশ্নের মুখে বহুবারই পড়তে হয়েছে দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঞ্চাশের নরেন্দ্র মোদিকে। না এখানেই শেষ নয়, তাঁর একটি দিদিও রয়েছেন, যার নাম আবার মমতা, পদবি অবশ্য আগরওয়াল।

এবার বীরভূমের মুদি ব্যবসায়ী নরেন্দ্র মোদিকে নিয়েই জোর তরজা শুরু হল রাজনৈতিক মহলে। যা শুনে নিজের হেসে লুটোপুটি নরেন্দ্র মোদি। যদিও এলাকার সবার কাছে তিনি ‘মুন্না’ নামে পরিচিত। তাই তাঁর ভাল নাম অনেকেই জানেন না। কিন্তু ডাকনাম তো সব জায়গায় ব্যবহৃত হয় না। তাই কোনও সরকারি দফতরে গেলে তাঁর নাম শুনলেই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। তবে এই বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। এবং সগর্বের সঙ্গে জানান, তাঁরা তিন বোন। বড় বোনের নাম মমতা আগরওয়াল। অর্থাৎ বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীর নামে তাঁর বড় বোনের নাম। অবশ্য পদবী ভিন্ন। জানা গিয়েছে, নরেন্দ্র মোদির আদি বাড়ি ছিল রাজস্থানে। কিন্তু বাংলাতেই তাঁর সবকিছু। নরেন্দ্র মোদির কথায়, বাড়ির লোকেরা আদর করে তাঁর নাম রেখেছিল নরেন্দ্র মোদি। তখন তো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ছিলেন না। তাঁর নামও কেউ জানতেন না।

তবে এখন তাঁর নামটা শুনে সবার এত কৌতূহল, এটাই তাঁকে আনন্দ দেয়। লোকজন তাঁকে দেখলেই বলেন, বাবা নরেন্দ্র মোদি চলে এসেছেন। তাঁর দিদি মমতা আগরওয়াল কলকাতায় থাকেন। তাদের সম্পর্কও ভাল। এদিকে রাজনৈতিক কথা বলতে গেলে, ভিন্ন দলের হওয়ায় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর আদায় কাঁচকলা সম্পর্ক। তাই স্থানীয় বিজেপি, তৃণমূলও বেশ মজার ছলেই নিয়েছেন নরেন্দ্র মোদির নামের বিষয়টি। বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারি, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য এক বাক্যে মেনে নিয়েছেন বিষয়টি। এনিয়ে কেউ কোনও বিরোধী দেখাননি। সত্যপ্রকাশ তিওয়ারি জানিয়েছেন, ‘আমরা আসলে ওঁকে নরেন বলে চিনতাম। ভোটার তালিকা দেখে জানতে পারি ওর নাম নরেন্দ্র মোদি। আমাদের প্রতিবেশী, ভাইয়ের মতো একজনের নাম নরেন্দ্র মোদি শুনে বেশ মজাই লাগছে।’ অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানিয়েছেন, ‘নরেন্দ্র মোদি ওর নাম। তার উপরে আবার দিদির নাম মমতা। কাকতালীয় ব্যাপারে নাক না গলানোই ভাল।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ