নিজস্ব প্রতিনিধি: একেই বলে উলট পুরাণ! জেলের হাতে মাছের মৃত্যুর কথা তো আমরা সকলেই শুনেছি। কিন্তু মাছের আঘাতে জেলের প্রাণ হারানোর ঘটনা কার্যত বিরল। কিন্তু অবাস্তব হলেও এই মর্মান্তিক ঘটনাই ঘটেছে বাংলাদেশের বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে।
সোমবার সকালে কালিজুরি গ্রামের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বছর ৫০-এর আবদুল হক। তখনই তাঁর জালে একটি বড়ো আকারের বাউশ মাছ ওঠে। তিনি মাছটিকে দুহাতে তুলে নিয়ে পাড়ে উঠতে গেলে মাছটি আবদুলের বুকে কাঁটা বসিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুল নামের ওই জেলের।
এই ঘটনার আকস্মিকতায় কার্যত হতবাক এলাকাবাসী। সেই সঙ্গে আবদুলের অকাল প্রয়াণে তাঁর পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া।