-273ºc,
Friday, 2nd June, 2023 8:58 pm
বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকে চাকরি করেন শুভজিৎ। কর্মসূত্রে নাগাল্যান্ডে রয়েছেন বছর ২৯-এর ওই যুবক। আর শুভজিতের স্ত্রী রোমিলা সিভিল ইঞ্জিনিয়ার এবং হায়দরাবাদে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। যদিও, বাঁকুড়ার বাসিন্দা রোমিলার এই করোনাকালে ওয়ার্ক ফর্ম হোম চলছে। শনিবার ছিল তাঁর জন্মদিন। আর নাগাল্যান্ডে কর্মরত স্বামী স্ত্রীকে সারপ্রাইজ দিতে চাঁদে এক একর জমির সার্টিফিকেট পাঠিয়ে দিলেন হোয়াটসঅ্যাপে। যদিও, উপহার নেহাতই প্রতীকী। কারণ চাঁদের জমির ‘মালকিন’ তো সত্যি সত্যি হওয়া যায় না। মনে প্রথমে খানিকটা হতভম্বই হয়েছিলেন রোমিলা। পরে উপহার পেয়ে বেজায় খুশি। বলেন, ‘আমার কাছে এটা একটা বড়সড় সারপ্রাইজ। খুবই অপ্রত্যাশিত। হোয়াটসঅ্যাপে সার্টিফিকেট পেয়ে প্রথমে অবাক হয়েছিলাম। জন্মদিনে স্বামীর কাছ থেকে এই অভিনব উপহার পেয়ে খুব খুশি।