33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:26 am
নিজস্ব প্রতিনিধি: না, প্রেমিকার অকালে চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারছিলেন না। সর্বদাই বন্ধুদের কাছে বলতেন যে, প্রেমিকাকে ছাড়া তাঁর পক্ষে বাঁচা প্রায় অসম্ভব নয়। তাই দু:খ সামলাতে না পেয়ে নিজেই প্রেমিকার মৃত্যুর তিন দিন পরই আত্মঘাতী হলেন ওই ব্যক্তি।
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ওই ব্যক্তির নাম হল ক্রাইগ ডাফ্রে। আর তাঁর প্রেমিকার নাম ছিল জেনি শ্যানলি। তিনি তিন সন্তানের জননীও ছিলেন। গত জানুয়ারি মাসের মারা যান জেনি। আর তার দিন তিনেক পরই যুক্তরাজ্যের প্রেস্টনে ক্রাইগের মৃতদেহ পাওয়া যায়। প্রথমে তাঁর খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকরা। তারপরই ক্রাইগের মৃতদেহ পাওয়া যায়।
তবে আত্মঘাতী হওয়ার আগে নিজের প্রিয় বন্ধু নাতাশাকে ফোন করেছিলেন ক্রেইগ। সেখানে তিনি বলেন, ‘আমার এখন আর কিছু চাই না, তবে আমাকে সবাই খুব ভালোবাসে’। আর এরপরই নাতাশা সেই খবর ক্রেইগের পরিবারকে দেন আর তখনই পরিবারের লোকরা ক্রেইগকে কল করতে থাকে। কিন্তু তাঁর ফোনটি বন্ধ ছিল।