এই মুহূর্তে




পছন্দের পোশাক না পরায় মহিলা সহকর্মীকে অ্যাসিড মারার হুমকি বেঙ্গালুরুর ব্যক্তির




নিজস্ব প্রতিনিধি: কি কাণ্ড! অফিসে তাঁর পছন্দমতো পোশাক পরে আসিনি হলে এক মহিলা কর্মচারীকে অ্যাসিড মারার হুমকি একই সংস্থার আরেক পুরুষ কর্মচারীর। না মেয়েটির কোনও ক্ষতি হয়নি। উল্টে ওই পুরুষ কর্মচারীকেই বরখাস্ত করা হয়েছে অফিস থেকে। চলুন ঘটনাটি কী, খোলাসা করা যাক! বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থায় ঘটনাটি ঘটেছে। যেখানে অভিযুক্ত ব্যক্তিকে তাঁর নিয়োগকর্তা বরখাস্ত করেছেন, এবং তাঁর মহিলা সহকর্মীকে অ্যাসিড নিক্ষেপের হুমকির জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মহিলা কর্মচারীটির স্বামী অভিযোগ করেছেন যে, তাঁর স্ত্রী ওই ব্যক্তির পছন্দমতো পোশাক না পরার কারণে ওই ব্যক্তি প্রথমে তাঁকে সতর্ক করেছিল। এরপর তাঁর স্ত্রী ওই ব্যক্তির কথা না শুনলে তাঁকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় ওই ব্যক্তি। সম্প্রতি কর্ণাটকের কর্তৃপক্ষকে ট্যাগ করে ওই মহিলার স্বামী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “এক ব্যক্তি তার পছন্দের পোশাকের জন্য আমার স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। অনুগ্রহ করে এই ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন যাতে কোনও ঘটনা না ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম নিকিত শেট্টি।” ইতিমধ্যেই পোস্টটি ভাইরাল হওয়ার পর ওই বেসরকারি সংস্থা নিকিত শেট্টির বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে। এবং তাঁকে বরখাস্ত করা হয়েছে। ওই সংস্থা জানিয়েছে, 

“আমাদের একজন কর্মী, নিকিত শেট্টি, যিনি অন্য ব্যক্তির পোশাক পছন্দের বিষয়ে একটি হুমকিমূলক বিবৃতি দিয়েছিলেন এমন একটি গুরুতর ঘটনাকে সম্বোধন করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। এই আচরণটি একেবারেই অগ্রহণযোগ্য। একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি কোম্পানি হিসাবে, আমরা অবিলম্বে পদক্ষেপ নিয়েছি। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করা হয়েছে, এবং আমরা তার কাজের জন্য জবাবদিহিতা চেয়েছি আর তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।” আর কোম্পানির ওই ব্যক্তি, যিনি একজন মহিলাকে তার পোশাকের কারণে তাকে অ্যাসিড দিয়ে হামলা করার হুমকি দিয়েছিল, সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ওই কোম্পানির বিবৃতিমূলক পোস্টটি ভাইরাল হওয়ার পরে নেটিজেনরা সকলে কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছে। সঙ্গে কারও পোশাক পরার স্বাধীনতায় হস্তক্ষেপ না করার অনুরোধ নেটিজেনদের। 

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর 124 ধারা অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধগুলিকে সম্বোধন করে। এই ধারায় অ্যাসিড হামলার মাধ্যমে গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভিকটিমদের চিকিৎসা খরচ মেটানোর জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা রয়েছে।

LIVE




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭০ ধারা নিয়ে প্রসঙ্গ উঠতেই জম্মু- কাশ্মীরে প্রথম অধিবেশনে ধুন্ধুমার কাণ্ড

ফোন ট্যাপের অভিযোগে এই রাজ্যের DGP- কে বদলের নির্দেশ দিল কমিশন

২০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩৬ , আহত  বহু  

কানাডায় হিন্দু মন্দিরে হামলায় খালিস্তানিদের হাত! উদ্বিগ্ন ভারত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসছে ঘূর্ণাবর্ত, ১২ রাজ্যে জারি সতর্কতা    

উবেরের সঙ্গে চুক্তি বায়ু সেনার, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ