28ºc, Haze
Friday, 1st July, 2022 8:46 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক দলে বিদ্রোহ নতুন কোনও ঘটনা নয়। এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এবার প্রথম বিদ্রোহের সাক্ষী ছিল কর্নাটক। পরবর্তীতে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) । এবার বিদ্রোহে জেরবার মহারাষ্ট্র (Maharastra) । মহারাষ্ট্রে শিবসেনার ঘরে অশান্তি শুরু হয়েছে। সৌজন্যে একনাথ শিন্ডে। কর্নাটক (Karnataka) এবং মধ্যপ্রদেশে (Madhya Pradesh) যা ঘটেছে, মহারাষ্ট্রে তার রিটেলিকাস্ট হলে সরকারের পতন অবসম্ভাবি।
মহারাষ্ট্র বিধানসভার (Mahratra legislative ) মোট আসন ২৮৮। এক বিধায়ককের মৃত্যু হওয়ায় মোট বিধায়কের সংখ্যা কমে হয়েছে ২৮৭। সরকার বাঁচিয়ে রাখা বা সরকার (Govt) গঠন করতে হলে কমপক্ষে ১৪৪ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বর্তমানে মহাবিকাশ আঘাড়ি মিলিজুলি সরকারের হাতে রয়েছে ১৫৩জন বিধায়ক। এর মধ্যে শিবসেনার (Shiv Sena) বিধায়ক ৫৫, শরদ পাওয়ারের এনসিপির (NCP) রয়েছে ৫৩জন বিধায়ক। কংগ্রেসের (Congress) মোট বিধায়কের সংখ্যা ৪৪। একনাথ শিন্ডের দাবি, তাঁর পাশে আছেন ৪০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে। এই বিদ্রোহী বিধায়কেরা জার্সি বদল করে বিজেপিতে গেলেই সরকারের পতন নিশ্চিত। তাহলে মহারাষ্ট্রে (Mahratra) সরকার গঠন করবে পদ্মশিবির।
ঘটনাচক্রে দেখা গিয়েছে, দলবদলুদের প্রথম পছন্দ বিজেপি (BJP)। গত পাঁচ বছরে ৪০৫ জন বিধায়ক দল বদলেছেন। আর এর মধ্যে ৪৫ শতাংশের পছন্দ বিজেপি। এমনই তথ্য দিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। হিসেব করা হয়েছে ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত। গত বছর মার্চে প্রকাশিত হয় তাদের তালিকা। তাদের রিপোর্ট অনুসারে, এই পাঁচ বছরে ১৮২ জন বিধায়ক যোগ দেন বিজেপিতে(BJP) । মাত্র ৩৮জন কংগ্রেসে যোগ দেন। ২৫ জন তেলেঙ্গানা রাষ্ট্রসমিতে যোগ দেন।
আরও পড়ুন ছাগলের কান রামছাগলের মতো, লম্বায় ১৯ ইঞ্চি