এই মুহূর্তে




ভয়ঙ্কর! খাবার আনতে না পারায় ট্যাক্সি চালককে পিটিয়ে খুন ৪ সঙ্গী

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক কাণ্ড! খাবার আনতে ব্যর্থ হওয়ারয় এক ট্যাক্সি ড্রাইভারকে নৃশংসভাবে হত্যা করল তাঁর রুমমেটরা। বিষয়টি জানাজানি হতেই পালায় চার অভিযুক্ত। তবে পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (৩ নভেম্বর) মুম্বইয়ের সাকিনাকা থানা এলাকায়। জানা গিয়েছে, নিহত ব্যক্তিটি মুম্বইয়ে ট্যাক্সি ড্রাইভারের কাজ করতেন। তিনি আদতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। মুম্বইতে ট্যাক্সি চালানোর কারণে তিনি অভিযুক্ত চারজনের সঙ্গে একটি মেসে থাকতেন। আর তাঁর রুমমেটরা সম্পর্কে তাঁর বাবা এবং কাকা ছিলেন। তাঁরা একসঙ্গেই খাওয়া দাওয়া করতেন।

জানা গিয়েছে, নিহত ট্যাক্সি চালকের নাম জাভেদ খান। তাঁর উপর প্রতিদিন সকলের জন্যে খাবার আনার দায়িত্ব ছিল। কিন্তু ঘটনার দিন ৪২ বছর বয়সী জাভেদ খান তাঁর রুমমেটদের জন্যে খাবার আনতে ব্যার্থ হন। যার ফলে তাঁর সঙ্গে পাঁচজনের চরম বচসা শুরু হয়। বিবাদ দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এবং রাগের বশে জাভেদ খানকে কুপিয়ে খুন করেন ৪ রুমমেট। এরপর তাঁরা সেখান থেকে পালিয়ে যান। জাভেদের বাবা শাহাজ খান এবং তার দুই কাকা, তাঁর সঙ্গে থাকতেন। তাঁরাই তাঁকে ঘরে পড়ে থাকা বাঁশের লাঠি দিয়ে মারধর করেছেন। যার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে জাভেদ ঘটনাস্থলেই মারা যান। এরপর চার অভিযুক্ত জাভেদের ট্যাক্সিতে করে পালিয়ে যান।

সামান্য খাবার না আনাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে যাবে, কেউ ভাবতে পারেনি। যাই হোক, পুলিশ খবর পেয়ে ছুটে এসে জাভেদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই তিনি মারা যান। এখন জাভেদকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। আর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে, অন্য তিনজনের খোঁজ করছে। অভিযুক্ত এবং মৃতরা সকলেই প্রতাপগড়ের বাসিন্দা এবং মুম্বইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতেন। সাম্প্রতিক বছরগুলিতে মুম্বইতে অভিবাসী শ্রমিকদের মধ্যে বিরোধের এই ধরনের ঘটনা বেশ কয়েকবার রিপোর্ট করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ