এই মুহূর্তে




৪৭-এর আগেই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন নেতাজি, কিন্তু কীভাবে…

নিজস্ব প্রতিনিধি : নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আন্দামান দ্বীপের একটি গভীর সম্পর্ক রয়েছে। জানা যায়, ভারতের জাতীয় পতাকা এই আন্দামানেই প্রথম উত্তোলন করেছিলেন নেতাজি। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল। ইতিহাসের পাতা উল্টে সেবিষয়টি দেখে নেওয়া যাক।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, ১৯৪৩ সালের ২৯ ডিসেম্বর আন্দামানে পা রেথেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেদিন তাঁর সঙ্গে ছিলেন নেতাজির চিকিৎসক ডি এস রাজু। নেতাজিকে স্বাগত জানিয়েছিলেন শর্বরী আনন্দ, মোহন সহায়, ক্যাপ্টেন রাওয়াতরা। এছাড়াও সেদিন ছিলেন মায়ানমার থেকে আগত বহু নাগরিকরাও। পরের দিন অর্থাৎ ৩০ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি। পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি। এই জামখানা গ্রাউন্টটি এখন নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়াম হিসাবে নামকরণ করা হয়েছে। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশদের কাছ থেকে এই দ্বীপপুঞ্জের দখল নেয় জাপান। নেতাজি যখন পোর্ট ব্লেয়ারে পৌঁছেছিলেন তখন অন্যান্যদের পাশাপাশি জাপান সেনাবাহিনীর তরফেও তাঁকে স্বাগত জানানো হয়েছিল।

সেদিনই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ ও নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। একইসঙ্গে আইএনএ-এর তরফে জেনারেল এডি লোগানাথনকে দ্বীপপুঞ্জের গভর্নর হিসাবে মনোনীত করা হয়েছিল। আন্দামান দ্বীপপুঞ্জে শুধু আজাদ হিন্দ সরকারই প্রতিষ্ঠিত হয়নি, সেইসঙ্গে আজাদ হিন্দের নিজস্ব মুদ্রা, সিভিল কোড ও স্ট্যাম্পও চালু হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুকুরে ঝাঁপ দিয়ে জেলেদের সঙ্গে মাছ ধরেছিলেন রাহুল, সেই বেগুসরাইতেও হারল কংগ্রেস

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

‘বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব’, হুঙ্কার মোদির

‘শিগগিরই ভেঙে টুকরো হবে কংগ্রেস’, বিহার জয়ের পর বড় দাবি মোদির

বিহারে এনডিএ’র বিপুল জয়ের গোপন রহস্য ফাঁস করলেন মোদি

‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ