31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:46 am
নিজস্ব প্রতিনিধি: মালিককে ফাঁকি দিয়ে খাঁচা থেকে উড়ে গেল তোতাপাখি। আর তাঁকে খুঁজে বার করার দায়িত্ব গিয়ে পড়ল পুলিশের ওপর। হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। বিরলতম এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। সেখানকার বস্তার জেলার বাসিন্দা মনীশ সাধ করে একটি তোতাপাখি পুষে ছিলেন। কিন্তু পাখিটি সুযোগ বুঝে মালিককে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজ করে তোতাটির সন্ধান না পেয়ে মনীশ পুলিশের দ্বারস্থ হন। আর তিনি দাবি জানান যে, যেভাবেই হোক তাঁর তোতাপাখিটিকে খুঁজে দেওয়া হোক। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় থানার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে মনীশ জানান যে, গত বৃহস্পতিবার সকাল থেকে তাঁর তোতাপাখিটি নিখোঁজ। ওই দিন সকালে উঠে তিনি দেখেন যে, খাঁচার দরজা খোলা, আর তোতাটিও নেই। তারপর আশে-পাশে সর্বত্রই খোঁজ করা হয়। তবে কিছুতেই পাখিটির খোঁজ মেলে না।
মনীশের দাবি, তোতাপাখিটি সে এবং তাঁর পরিবারের সদস্যদের সকলকেই চিনত এবং খুবই ভালোবাসত। আর সকলের থেকে আদর পেত। তাই পাখিটির পালানোর কোনও প্রশ্নই আসছে না। হয়তো কেউ ষড়যন্ত্র করে খাঁচা খুলে তোতাপাখিটিকে উড়িয়ে দিয়েছে। তাই পুলিশকেই প্রিয় পাখিটি খুঁজে বার করার দায়িত্ব দিয়েছে মালিক মনীশ।