-273ºc,
Sunday, 4th June, 2023 9:24 am
নিজস্ব প্রতিনিধি: ফের বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছেন বঙ্গবাসী। মঙ্গলবার ২৮ মার্চ সন্ধ্যার আকাশে চোখ রাখলে দেখা যাবে মহাজাগতিক বিরল ছবি। ৪০০ বছর পর সারিবদ্ধ হয়ে অবস্থান করতে চলেছে বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল (Planetary Parade)। আজ, মঙ্গলবার সন্ধ্যায় আকাশ পরিস্কার থাকলে এই দৃশ্য দেখা যাবে।
সম্প্রতি চাঁদের নিচে উজ্জ্বল এক বিন্দু দেখা গিয়েছিল। আদতে যা ছিল শুক্র গ্রহ। চাঁদের এত কাছে শুক্রের অবস্থান দেখে মোহিত হয়ে গিয়েছিলেন আকাশপ্রিয় সাধারণ মানুষ। অনেকে মুঠোফোনে সেই বিরল দৃশ্যের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছিলেন। নেটিজেনদের মধ্যে চাঁদ ও শুক্র গ্রহ তথা শুকতারার বিরল সহাবস্থান নিয়ে চলে চর্চা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার বিরল মহাজাগতিক দৃশ্যের জন্ম হতে চলেছে আকাশে।
বিজ্ঞানীরা জানিয়েছে, ২৫-৩০ মার্চের মধ্যে বিশ্ববাসী আরও একটি বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। ওই পাঁচদিনের মধ্যে বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল— পাঁচটি গ্রহ সারিবদ্ধ হয়ে বিষুবতে প্রবেশ করে। এমন ঘটনাকে বৈজ্ঞানিক ভাষায় বিজ্ঞানীরা বলে থাকেন প্ল্যানেটারি প্যারেড। বিজ্ঞানীরা জানান, এই পাঁচ গ্রহ মার্চের শেষের দিকে একে অপরের চারপাশে ঘুরতে থাকে, ২৮ মার্চ মঙ্গলবার সবগুলিকে সবচেয়ে পরিষ্কার দেখা যাবে আকাশে। সন্ধ্যা নামার পর এই দৃশ্য দেখা যাবে। কারণ বুধ ও বৃহস্পতি গ্রহ খুব দ্রুতই দিগন্তে মিলিয়ে যায়। গ্রহগুলোকে আকাশে তারার মতো উজ্জ্বল দেখতে লাগবে। সেই সঙ্গে দেখা যাবে চাঁদকেও। চাঁদের কাছাকাছি থাকবে শুক্র গ্রহ। সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে বৃহস্পতিকে। লাল আভা ছড়াতে দেখা যাবে মঙ্গলকে। এর কাছেই থাকবে ইউরেনাস। সবুজ আভা ছড়াবে এই গ্রহ।