31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:42 am
নিজস্ব প্রতিনিধি: কাজের জন্য আমরা দিনের মধ্যে বহুবার দাঁড়ানো এবং বসা করে থাকি। বেশিরভাগ মানুষই যখন যেমনভাবে সুবিধা তখন তেমনভাবে কাজ করে থাকেন। কিন্তু আশ্চর্যজনক এবং অবিশ্বাস্যভাবে পোল্যান্ডের এক মহিলা গত ৩০ বছর ধরে বসতে পারেননি। তাঁকে দাঁড়িয়ে-দাঁড়িয়েই করতে হয়েছে সমস্ত কাজ। সে কেবল মাত্র দাঁড়াতে এবং শুয়ে থাকতে পারে। বর্তমানে মেয়েটির বয়স ৩২। সে আর মনেই করতে পারে না যে শেষ কবে বসেছিল।
আর কখনও-কখনও ভুলবশত বসার চেষ্টা করেছিল সে। কিন্তু অসহ্য যন্ত্রনা হওয়ার জন্য আর সে ওই চেষ্টা করেনি। মেয়েটির নাম হল জোয়ানা ব্লিচ। জানা গিয়েছে, সে একটি বিরল রোগে আক্রান্ত। জোয়ানা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে ভুগছেন। চিকিৎসকদের মতে মোট তিনটি জিনের মিউটেশনের কারণে এই রোগ হয়।
এই রোগে আক্রান্ত জোয়ানা ক্লিচ জানান, তাঁর বয়স যখন ১ কিংবা ২ তখন তার মা তাঁকে জোর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারপর আর কোনওদিনও সে বসার চেষ্টা করেনি। কারণ, বাড়ির লোকের ব্যথা দেখে আতঙ্ক হয়ে গিয়েছিল। জোয়ানার মতো এই রোগ খুব কমই দেখা যায়। তাঁর নিতম্ব এবং পায়ের জয়েন্টের মধ্যে যোগ রয়েছে। তাই কোনও কিছুর সাপোর্ট ছাড়া সে কোনওভাবেই দাঁড়াতে পারে না।