এই মুহূর্তে




‘রামায়ণ’-কে জাগিয়ে তুলল শ্রীলঙ্কার বিমান সংস্থা, বিজ্ঞাপনে একাধিক চমক




নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের নয়া বিজ্ঞাপনে ‘রাম-সীতা’র ছবি, বিজ্ঞাপনটি নিয়ে ইতিমধ্যেই হুলস্থূল ফেলে দিয়েছে নেটমহলে। আসলে ভারতীয়দের আবেগ ‘রামায়ণ’, তাই হিন্দুধর্মকে নিয়ে ভিন দেশে এমন একটি বিজ্ঞাপন নজর কেড়েছে ভারতীয়দেরও। জানা গিয়েছে, পর্যটনের প্রচারের জন্য বিমান সংস্থাটি রামায়ণের সাহায্য নিয়েছে। তবে এই বিজ্ঞাপনে রামায়ণের মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে এই বিমান সংস্থা। এই বিজ্ঞাপনের একটি ৫ মিনিটের ভিডিও নিয়েই নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে। এয়ারলাইন্সের পাঁচ মিনিটের এই ভিডিওতে শ্রীলঙ্কার যেসব জায়গা রামায়ণ রয়েছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে।

তবে এই বিজ্ঞাপনটি ভারতেও বেশ প্রশংসিত হচ্ছে। কারণে রামায়ণের প্রেক্ষাপটে রাবণের গুহা, সীতা আম্মানের মন্দির-সহ শ্রীলঙ্কার অনেক বড় পর্যটন স্থান এই বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিডিওটির শুরুতে একজন দাদি এবং তাঁর নাতিকে দেখানো হয়েছে। যিনি শ্রীলঙ্কার রামায়ণের পর্যটন স্থানগুলির কথা বলছিলেন। তিনি তাকে রামায়ণে উল্লিখিত স্থানগুলির কথা বলেছেন। যেটিতে এলার রাবণের গুহাও দেখানো হয়েছে, আর এই গুহাতেই রাবণ সীতাকে অপহরণ করে রেখেছিলেন। সীতা আম্মান মন্দির যা অশোক ভাটিকা নামে পরিচিত। সে বিষয়েও বলা হয়েছে। এর সঙ্গে রাম সেতুর কথাও বলা হয়েছে। রামায়ণের কাহিনি অনুসারে, ভগবান রাম বানর বাহিনীর সহায়তায় এই সেতুটি তৈরি করেছিলেন সেটাও ভিডিওতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনের একটি দৃশ্যে শিশুটিকে তার দিদাকে জিজ্ঞেস করতে দেখা গিয়েছে এই সেতুটি এখনও আছে কিনা? এই ঠাকুমা উত্তর দেন যে, ‘হ্যাঁ, তুমি আজও দেখতে পার। রামায়ণে দেখানো সমস্ত স্থান এখানে বাস্তব। আজ আমরা লঙ্কাকে শ্রীলঙ্কা বলে জানি।’

জানা গিয়েছে, ভারতীয় পর্যটক ও রাম ভক্তদের আকৃষ্ট করার লক্ষ্যেই এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। তবে এই বিষয়ে নেটমহলও তেমন বিরূপ প্রতিক্রিয়া করেনি। এই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় একজন ভারতবাসী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,’ আমি আগামী বছর আমার বন্ধুদের সঙ্গে টোকিওতে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু এই বিজ্ঞাপনটি এখন আমাকে শ্রীলঙ্কা যাওয়ার বিষয়ে আমার মন পরিবর্তন করেছে। আমি জানতাম না যে শ্রীলঙ্কা আজ পর্যন্ত এই ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করে রেখেছে।’ আরেক ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মনজিৎ দাস এই বিজ্ঞাপনের প্রশংসা করেছেন এবং বলেছেন যে আজও রামায়ণের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য শ্রীলঙ্কাকে ধন্যবাদ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিকি‍ৎসার জন্য ১৭ দিনের প্যারোল পেলেন যৌন শোষণে সাজাপ্রাপ্ত আসারাম বাপু

রূপনারায়ণ নদীর তীরে ‘ওড়ফুলি উদ্যান’ ছোট বড় সকলের উইকেন্ড ডেস্টিনেশন

বিশ্বে প্রথম তৈরি হল হিরের ব্যাটারি, চলবে হাজার হাজার বছর

ভিক্ষা করে সংগৃহীত অর্থ আশ্রয়হীন বৃদ্ধাকে দিলেন রিল নির্মাতা, প্রশংসায় পঞ্চমুখ নেটা নাগরিকরা

‘সংখ্যাগরিষ্টদের ইচ্ছাই আইন’, বেফাঁস মন্তব্যে বিপাকে হাইকোর্টের বিচারপতি, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

স্ত্রীর অমানবিক অত্যাচার,ভিডিও জবানবন্দি করে আত্মঘাতী IT কর্মী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর