18ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:02 am
নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যা দেখে নেট পাড়ায় রীতিমতো বিস্ময়। ভিডিয়োটি জয়পুরের একটি রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখে গিয়েছে, একটি ই-রিক্সাকে। রিক্সার পিছনে ঢাকা একটি দেহ। পায়ে সুন্দর জুতো, যা দেখে সহজেই অনুমান করা যেতে পারে, দেহটি কোনও তরুণের। আর উল্টোদিকে বেরিয়ে রয়েছে তার মাথা। পথ চলতি মানুষ সেই ঘটনা তাদের মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এই ভিডিয়ো দেখে নেট পাড়ার বাসিন্দারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে। তাদের প্রশ্ন, এই ধরনের ক্ষেত্রে দেহ অ্য়াম্বুল্যান্সে করে নিয়ে যাওয়াই নিয়ম। অ্য়াম্বুল্য়ান্সে নিয়ে গেলেও দেহ ঢেকে রাখতে হবে। সেই সব কিছুর তোয়াক্কা না করে কোন আক্কেলে পুলিশ এভাবেই দেহ মর্গে নিয়ে গেল।
সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুসারে, জয়পুরের মহিলা হাসপাতাল থেকে কিছুটা দূরে পড়ে ছিল দেহটি। এলাকার মানুষ নিকটবর্তী থানায় যোগাযোগ করে ওই খবর দেয়। থানা এক রিক্সা চালকের সঙ্গে যোগোযোগ করে। ঘটনাস্থলে তাকে নিয়ে গিয়ে তাঁর রিক্সার পিছনে পরিত্যক্ত দেহটি কোনও রকমে প্লাস্টিক দিয়ে মুড়ে মর্গে নিয়ে যায়। জানা গিয়েছে, রাস্তায় দেহটি পড়ে থাকায় বেড়ালক-কুকুর সেই দেহ খুবলে খেয়েছে। সেই ক্ষতবিক্ষত দেহ ই-রিক্সার পিছনে চাপিয়ে পুলিশ মর্গে নিয়ে গেল। পথচলতি মানুষ ওই দৃশ্য দেখে রীতিমতো শিউড়ে উঠেছে। পুলিশের আচরণে তারা বিস্মিত।
আরও পড়ুন ৮৩-তে প্রথম বিমান সফর প্রবীণার, কারণ জানলে অবাক হবেন