33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:30 am
নিজস্ব প্রতিনিধি: ঠিকঠাক ভাবেই চলছিল বিয়ে অনুষ্ঠান, কিন্তু বিদ্যুৎ সমস্ত কিছু গোলমাল করে দিল। মালাবদলের মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার বেশ কিছুক্ষণ আলো জ্বলে উঠলে দেখা যায় নিজের বউয়ের গলায় মালা না পরিয়ে বর অন্যের গলায় মালা পরিয়ে দিয়েছেন। আর এই ঘটনা পুরোপুরি হতবাক করে দেয় উপস্থিত থাকা সকলকে। এমনকি বর নিজেও পড়ে যান বড়সড় লজ্জায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জাইন জেলার আসলানা গ্রামে।
সেখানকার বাসিন্দা রমেশলালের তিন মেয়ে এবং এক ছেলে। গত রবিবার তাঁর দুই মেয়ে নিকিতা ও করিশ্মার বিয়ে ছিল। পাত্ররা ছিলেন পাশের গ্রাম ডাঙ্গওয়ারার ভোলা ও গণেশ। নিকিতার বিয়ের হচ্ছিল ভোলার সঙ্গে, আর করিশ্মার বিবাহ চলছিল গণেশের সঙ্গে। কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পূজার সময় ভুলবশত নিকিতা গণেশের এবং করিশ্মা-ভোলার হাত ধরে ফেলেন। পরে আলো এলে তাঁরা সেটা বুঝতে পারেন এবং লজ্জায় পড়ে যান।
যদিও পরে সেই ভুল শুধরে নেন পাত্র-পাত্রীরা। পরিবারের লোকজনরা নিজেদের মধ্যে কথপোকথন করে সব কিছু মিটমাট করে নেন। আর বিবাহ সম্পন্ন হয়।