এই মুহূর্তে




নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

নিজস্ব প্রতিনিধি: সামান্য কেক খাওয়া নিয়ে বচসা, রেগে গিয়ে ২৫ বছরের সংসারে ইতি টানলেন এক মহিলা। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, ওই মহিলার স্বামী ভুল করে এক টুকরো চিজকেক খেয়ে ফেলেছিলেন। যেটি ওই মহিলার জন্যে রাখা হয়েছিল। কিন্তু এক টুকরো কেক একটি সংসার ভেঙে দিতে পারে? কথায় আছে, স্বামী-স্ত্রীর বন্ধন যুগ-যুগান্তর। যদিও বর্তমান যুগে অতিরিক্ত টাকার চাহিদার আড়ালে ঢাকা পড়ছে ভালবাসার বন্ধনগুলি। তবে এই দম্পতির সম্পর্ক ভাঙার কারণ শুধুই কি কেক খাওয়াকে কেন্দ্র করে? অবশ্য ‘রেডিট’-এ একটি পোস্টে পুরো ঘটনাটি শেয়ার করেছেন ৪৬ বছর বয়সী ওই মহিলা নিজেই। তিনি জানিয়েছেন, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল।

যার ফলে তিনমাস ধরে আলাদা কক্ষে ঘুমোচ্ছিলেন তাঁরা। এমন পরিস্থিতি তে ৪৮ বছর বয়সী তাঁর স্বামী একটি ভ্রমণের ব্যবস্থা করেন। সেখানেই তারা তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন বলে ঠিক করেন। আশা ছিল, এটি তাদের সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ করে দেবে।  ঘুরতে যাওয়ার সময়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। কিন্তু ভ্রমণের পথে তিনি তাঁর স্বামীর উদাসীনতা দেখে হতাশ হন। রোমান্টিক সময় কাটানোর আশা থাকলেও স্বামী দূরত্ব বজায় রেখেছিলেন। সেটাই বিরক্ত করছিল তাঁকে। এরপর এক রাতে ডিনারের পর দু’জনেই চিজকেক অর্ডার করেন। কেক এলে স্ত্রী তাঁর অর্ধেক অংশ পরের দিন সকালের জন্য রেখে দেন। যাতে কফির সঙ্গে কেকটি খেতে পারেন। কিন্তু সকাল ঘুম থেকে উঠে দেখেন, তাদের ফ্রিজে পড়ে আছে শুধু একটি খালি বক্স, তাতে কেকের কোনও চিহ্ন নেই। স্বামীকে জিজ্ঞাসা করায়, তিনি হাসতে হাসতে বলেন, রাতের বেলায় খিদে পাওয়ায় তিনি পুরো কেকটি খেয়ে ফেলেছেন। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওই মহিলা যুক্তি দিয়েছেন যে, ‘ওই খালি বক্সের টুকরো কেকটা তখন আমার কাছে হয়ে গেল আমার পুরো বিবাহিত জীবনের প্রতীক, আমি সবসময়ই পেয়েছি কেবল ভাঙা টুকরো, তার দেওয়া ‘ক্রাম্বস’। ২৫ বছর আমি এই মানুষটার যত্ন করেছি। ঘর, সন্তান, বিল সব কিছু সামলে এসেছি। অথচ আমার নিজের জন্য রাখা এক টুকরো কেকও সে রাখতে পারেনি সে। সেই মুহূর্তেই আমার মনে হয়েছে, এটি কেক নয়, আমার ২৫ বছরের অবমূল্যায়নের প্রতিফলন। তাই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিলাম।’ তবে রেডিটে অনেকে তার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, এটা শুধুমাত্র একটি কেকের কথা নয়, ভালোবাসা, সম্মান আর সহযোগিতার অভাবের প্রশ্ন। তিনি তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ