27ºc, Haze
Friday, 24th March, 2023 9:26 pm
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অপেক্ষার প্রহর গোনা শুরু। আজ শনিবারই মহাকাশে পাড়ি দিচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মহাকাশযান তিরান-১। ফ্লোরিডার কেপ কেনাভেরালের ইউএস স্পেস ফোর্সের ‘এলসি-১৬’ লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বেলা একটা থেকে চারটের মধ্যে মহাকাশযানটির যাত্রা করতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনবিসি’।
মহাকাশ যানটি তৈরি করেছে রিলেটিভিটি স্পেস। বেশ কয়েকটি মহাকাশ যান নির্মাণ সংস্থা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছে, যা ‘অ্যাডটিভ ম্যানুফ্যাকচারিং’ নামে পরিচিত। রিলেটিভিটির সহ-প্রতিষ্ঠাতা তথা প্রধান নির্বাহী টিম ইলিস জানিয়েছেন, মহাকাশযানটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পৃথিবীর নিম্ন কক্ষপথে এটি এক হাজার ২৫০ কেজির সরবরাহ বহন করতে পারে।
তিরান-১ মহাকাশযানটির উচ্চতা ১২০ ফুট। নিচের অংশের প্রথম ধাপে কাজ করে নয়টি ইঞ্জিন। আর দ্বিতীয় ধাপে একটি ইঞ্জিন রয়েছে। ‘এওন’ নামের ইঞ্জিন থ্রিডি-প্রিন্ট করা। এ ছাড়া মহাকাশ যানটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে অক্সিজেন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস । উৎক্ষেপণের ৮ মিনিট বাদেই যাতে তেরান-১ পৃথিবীর নিম্নকক্ষে পৌঁছতে পারে তার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উল্লেখ্য, বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মহাকাশ যান নির্মাণ সংস্থা রিলেটিভিটির সহ প্রতিষ্ঠাতা টিম ইলিস এক সময়ে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ‘ব্লু অরিজিনে’ একসময় কাজ করেছেন।