নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা উত্তোলন করা হল লাদাখের লে-তে। আজ মহাত্মা গান্ধির ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে এই পতাকার উত্তোলন করেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর। ১৪০০ কেজি ওজনের এই পতাকাটি ২২৫ ফুট দীর্ঘ ও ১২৫ ফুট চওড়া। সম্পূর্ণ পতাকাটি তৈরি করা হয়েছে খাদি কাপড় দিয়ে। ভারতীয় সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্যরা।
পতাকা উত্তোলনের সময় এদিন উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভনে।
এএনআই-তে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বায়ুসেনার হেলিকপ্টার আকাশে চক্কর কেটে জাতীয় পতাকাকে অভিনন্দন জানিয়েছে। এই ভিডিওটি শেয়ার করেছেন একাধিক শাসক দলের নেতা, মন্ত্রীরা।