পকেটে ছিল কন্ডোম, হাতে পেলেন বাবা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: জামাকাপড় মেলতে গিয়ে ছেলের পকেট থেকে বাবা খুঁজে পেলেন কন্ডোমের প্যাকেট। ঘটনা জানাজানি হতেই মায়ের মুখ ভার। নাহ্! এরপর ঘটনা আর বেশি দূর গড়ায় নি। কারন, বাবা যে বন্ধু! পকেটে ভেজা অবস্থায় কন্ডোমগুলি পেয়ে তা আবার রোদে দিলেন শুকোতে। হ্যাঁ ‘গুলি’ই। কারন একটি নয়, পেয়েছেন পাঁচ-পাঁচটি কন্ডোম। সেই ঘটনা আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ছেলে নিজেই। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে।
পেশায় ইঞ্জিনিয়ার হর্শ মিত্তল বেঙ্গালুরুর বাসিন্দা। পরনের জিন্সটি নোংরা হয়ে যাওয়ায় মা-কে সেটি ধুয়ে দিতে বলে বেড়িয়ে যান কাজে। বাবা প্যান্টটি মেলতে গেলে বুঝতে পারেন পকেটে কিছু আছে এবং সেটি ভিজে গিয়েছে ইতিমধ্যেই। বের করতেই চক্ষু চড়ক গাছ। পাঁচটি কন্ডোমের প্যাকেট এসে পড়ে তাঁর হাতে।
ছেলে বাড়ি ফিরে মা-বাবার মুখ গম্ভীর দেখে হকচকিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই মা বলে বসেন, তার পকেট থেকে বাবা কন্ডোমের প্যাকেট পেয়েছেন। ততক্ষনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে হর্শের। ছুটে যান বাবার কাছে। তিনি নির্বিকার মুখে জানান, সেগুলি ভিজে যাওয়ায় রোদে শুকোতে দেওয়া হয়েছিল।
ছেলেকে খোঁচা মেরে বলেন বাবা, “এবার বুঝেছি তুমি কেন বিয়ে করছ না।” আরও বলেন, প্রেম ভালবাসা নাকি সম্পর্ক বহির্ভূত শারীরিক সম্পর্ক। বাবা হয়ে এমন কান্ড ঘটানোয় সোশ্যাল মিডিয়ায় ‘কুল ড্যাড’ এখন তিনিই।
পেশায় ইঞ্জিনিয়ার হর্শ মিত্তল বেঙ্গালুরুর বাসিন্দা। পরনের জিন্সটি নোংরা হয়ে যাওয়ায় মা-কে সেটি ধুয়ে দিতে বলে বেড়িয়ে যান কাজে। বাবা প্যান্টটি মেলতে গেলে বুঝতে পারেন পকেটে কিছু আছে এবং সেটি ভিজে গিয়েছে ইতিমধ্যেই। বের করতেই চক্ষু চড়ক গাছ। পাঁচটি কন্ডোমের প্যাকেট এসে পড়ে তাঁর হাতে।
ছেলে বাড়ি ফিরে মা-বাবার মুখ গম্ভীর দেখে হকচকিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই মা বলে বসেন, তার পকেট থেকে বাবা কন্ডোমের প্যাকেট পেয়েছেন। ততক্ষনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে হর্শের। ছুটে যান বাবার কাছে। তিনি নির্বিকার মুখে জানান, সেগুলি ভিজে যাওয়ায় রোদে শুকোতে দেওয়া হয়েছিল।
ছেলেকে খোঁচা মেরে বলেন বাবা, “এবার বুঝেছি তুমি কেন বিয়ে করছ না।” আরও বলেন, প্রেম ভালবাসা নাকি সম্পর্ক বহির্ভূত শারীরিক সম্পর্ক। বাবা হয়ে এমন কান্ড ঘটানোয় সোশ্যাল মিডিয়ায় ‘কুল ড্যাড’ এখন তিনিই।
More News:
19th April 2021
19th April 2021
পবিত্র দ্বীপে থাকেন শুধু পুরুষরা, প্রবেশাধিকার নেই কোনও নারীর
13th April 2021
10th April 2021
10th April 2021
5th April 2021
5th April 2021
5th April 2021
3rd April 2021
Leave A Comment