মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে দাড়িয়ে 'প্রি-ওয়েডিং' শুট দম্পতির
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সরকারী হেলিকপ্টারকে বিয়ের জায়গা হিসেবে ব্যবহার করে আগাম বিয়ে ফটোশুট করলেন যশপুর জেলার এক দম্পতি। এই চপারটি ব্যবহার করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। জানা গিয়েছে, জানুয়ারী মাসের ২০ তারিখ নাগাদ এই জুটি ফটোশুট করে 'এডাব্লু ১০৯ পাওয়ার এলিট'য়ের সামনে দাঁড়িয়ে। তবে সম্প্রতি এই ছবি নেটদুনিয়ায় শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। তারপরই এই ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়ে যায় শোরগোল।
রায়পুরের পুলিশ সুপার অজয় যাদব জানিয়েছেন, রাজ্য বিমান চালকের বিভাগে থাকা এক চালক ওই দম্পতিকে হ্যাঙ্গারের ভিতরে নিয়ে গিয়ে জানিয়েছিলেন যে তারা অনুমতি পেয়েছে। এরপরই তাঁরা সেখানে ছবি তোলে। বিনা অনুমতিতে রাষ্ট্রীয় হ্যাঙ্গারের ভিতরে নিয়ে যাওয়ার অপরাধে ওই চালক যোগেশ্বর সাঁইকে বরখাস্ত করা হয়েছে।
বিমান পরিবহণ দপ্তরের জারি করা এক স্থগিতাদেশে বলা হয়েছে, 'রাজ্য হ্যাঙ্গারের সুরক্ষা প্রোটোকল লঙ্ঘন করায় বিমান চালক বিভাগের যোগেশ্বর সাঁইকে বরখাস্ত করা হয়েছে। যেখানে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ, সেখানে সাঁই ওই দম্পতিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে দিয়ে আইনের বিধি অবজ্ঞা করেছে। ইতিমধ্যেই, প্রধান পাইলট পঙ্কজ জয়সওয়ালের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
রায়পুরের পুলিশ সুপার অজয় যাদব জানিয়েছেন, রাজ্য বিমান চালকের বিভাগে থাকা এক চালক ওই দম্পতিকে হ্যাঙ্গারের ভিতরে নিয়ে গিয়ে জানিয়েছিলেন যে তারা অনুমতি পেয়েছে। এরপরই তাঁরা সেখানে ছবি তোলে। বিনা অনুমতিতে রাষ্ট্রীয় হ্যাঙ্গারের ভিতরে নিয়ে যাওয়ার অপরাধে ওই চালক যোগেশ্বর সাঁইকে বরখাস্ত করা হয়েছে।
বিমান পরিবহণ দপ্তরের জারি করা এক স্থগিতাদেশে বলা হয়েছে, 'রাজ্য হ্যাঙ্গারের সুরক্ষা প্রোটোকল লঙ্ঘন করায় বিমান চালক বিভাগের যোগেশ্বর সাঁইকে বরখাস্ত করা হয়েছে। যেখানে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ, সেখানে সাঁই ওই দম্পতিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে দিয়ে আইনের বিধি অবজ্ঞা করেছে। ইতিমধ্যেই, প্রধান পাইলট পঙ্কজ জয়সওয়ালের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
More News:
2nd March 2021
2nd March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
27th February 2021
27th February 2021
27th February 2021
26th February 2021
Leave A Comment