ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে মহিলাযাত্রীকে বাঁচালেন মহিলা কনস্টেবল
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মহিলা পুলিশ কর্মীর তৎপরতায় ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি লখনউ ষ্টেশনের। পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধির কারনে ট্রেনে পিষ্ট হওয়া থেকে রেহাই পেলেন মহিলাযাত্রী। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে সকলেই ওই মহিলা পুলিশকর্মীকে ‘রিয়েল হিরো’ বলছেন। তাঁর কাজকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে গিয়েছেন তিনি।
রেলমন্ত্রকের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে গত ২৩ শে ফেব্রুয়ারী ঘটনাটির ভিডিওটি ট্যুইট করা হয়েছিল জনগণকে সচেতন করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে ওই পুলিশকর্মীর কান্ড সকলের নজর কাড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লখনউ ষ্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান ওই মহিলা। সেই মুহূর্তে ট্রেনের গতিবেগ বেড়ে যাওয়ায় মহিলাযাত্রীর ট্রেনে পিষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যায়। সেই সময়ই তাঁকে বাঁচাতে ছুটে আসেন মহিলা কনস্টেবল বিনীতা কুমারি। সেই সময় তিনি ষ্টেশনে কর্তব্যরত ছিলেন। পুলিশকর্মীর বিচক্ষণতার প্রশংসা করছেন সকলে।
রেলমন্ত্রকের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে গত ২৩ শে ফেব্রুয়ারী ঘটনাটির ভিডিওটি ট্যুইট করা হয়েছিল জনগণকে সচেতন করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে ওই পুলিশকর্মীর কান্ড সকলের নজর কাড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লখনউ ষ্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান ওই মহিলা। সেই মুহূর্তে ট্রেনের গতিবেগ বেড়ে যাওয়ায় মহিলাযাত্রীর ট্রেনে পিষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যায়। সেই সময়ই তাঁকে বাঁচাতে ছুটে আসেন মহিলা কনস্টেবল বিনীতা কুমারি। সেই সময় তিনি ষ্টেশনে কর্তব্যরত ছিলেন। পুলিশকর্মীর বিচক্ষণতার প্রশংসা করছেন সকলে।
लखनऊ स्टेशन पर महिला यात्री चलती ट्रेन में चढ़ने का प्रयास करते हुए गिर गई, जिसे ड्यूटी पर तैनात सतर्क कॉन्स्टेबल विनीता कुमारी द्वारा त्वरित कार्रवाई करते हुए सुरक्षित बचा लिया गया।
— Ministry of Railways (@RailMinIndia) February 23, 2021
आप से अनुरोध है की चलती हुई गाड़ी में चढ़ने-उतरने का प्रयास ना करें यह जानलेवा हो सकता है। pic.twitter.com/wLFF87yn0f
জানা গিয়েছে, ওই মহিলাযাত্রীর সঙ্গে একজন পুরুষযাত্রীও ছিলেন। চলন্ত ট্রেনে তিনি দৌড়ে উঠে পড়লে তাঁর দেখাদেখি ওই মহিলাও ট্রেনে উঠতে গেলেই ঘটে এই বিপত্তি। পা পিছলে পড়ে যান মহিলা। কিন্তু ট্রেনের হাতল না ছাড়ায় ট্রেনটি ওই মহিলাকেও টেনে নিয়ে যেতে থাকে। প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁক দিয়ে ওই যাত্রী ক্রমশ পড়ে যেতে থাকেন। সেই সময়ই এগিয়ে আসেন বিনীতা। মহিলাযাত্রীকে টেনে ধরেন পিছন থেকে। বিনীতার বুদ্ধিতেই প্রাণরক্ষা হয় যাত্রীর।
রেলমন্ত্রকের তরফে ওই ভিডিওটি শেয়ার করে জারি করা হয়েছে সতর্কবার্তা। চলন্ত ট্রেনে ওঠানামা করা যে ভয়ঙ্কর ও প্রাণহানিকারক তাও লেখা আছে ভিডিওটির ক্যাপশনে।
রেলমন্ত্রকের তরফে ওই ভিডিওটি শেয়ার করে জারি করা হয়েছে সতর্কবার্তা। চলন্ত ট্রেনে ওঠানামা করা যে ভয়ঙ্কর ও প্রাণহানিকারক তাও লেখা আছে ভিডিওটির ক্যাপশনে।
More News:
19th April 2021
19th April 2021
পবিত্র দ্বীপে থাকেন শুধু পুরুষরা, প্রবেশাধিকার নেই কোনও নারীর
13th April 2021
10th April 2021
10th April 2021
5th April 2021
5th April 2021
5th April 2021
3rd April 2021
Leave A Comment