ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাঁচ লিটার পেট্রোল
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট নিছক খেলা নয়, অনেক অনুভূতি জড়িয়ে এর সঙ্গে। আবারও তার প্রমাণ পাওয়া গেল ভোপালে। সেখানে ক্রিকেটের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পেলেন এক অভিনব পুরষ্কার। পেলেন কিনা পেট্রোল। সময়ও লাগলো না সেই পুরস্কার প্রাপ্তির ছবি ভাইরাল হতে।
মধ্যপ্রদেশের ভোপালে ছিল স্থানীয় এক ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা। খেলাশেষে সে দিনের সেরা খেলোয়াড় সালাউদ্দিন আব্বাসিকে দেওয়া হয় পাঁচ লিটার পেট্রোলের একটি জার। যা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহলি দর্শকের প্রশ্ন কেন এমন পুরষ্কার।
বলা বাহুল্য, দেশজুড়ে পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই পুরষ্কারের আয়োজন বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই যা ক্রমশ উর্ধমুখী। কোনও কোনও রাজ্যে তা অবশ্য একশোও ছাড়িয়েছে। অবশ্য উদ্যোক্তাদের তরফে এই পুরষ্কার দেওয়ার কারণ হিসেবে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ছবি। সেখানে দেখা গিয়েছিল পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তি হাতে ক্রিকেট ব্যাট ও হেলমেট পড়ে পোজ দিয়ে ছবি তুলেছিলেন। পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাচ্ছে সেই কথাই ফুটে উঠেছিল ওই ছবিতে।
এখানেই শেস নয়। আরও আছে। বেশ কিছুদিন আগে তামিলনাড়ুতে এক নতুন উপহারের কথা ঘোষণা করেছিল সরকার। বলা হয়েছিল ‘থিরুক্কুরাল’ নামের একটি কবিতা নির্ভূল ভাবে বলতে পারলে সেখানকার ছাত্র-ছাত্রীদের এক লিটার করে পেট্রোল দেওয়া হবে।
সেই সঙ্গে যুক্ত হল এবারের ভোপালের ক্রিকেট প্রতিযোগীতায় পেট্রোল-পুরষ্কার পাওয়ার ঘটনা। এই সমস্ত উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে পেট্রোলের দামবৃদ্ধি সাধারণ জনজীবনে ঠিক কতটা প্রভাব ফেলেছে।
মধ্যপ্রদেশের ভোপালে ছিল স্থানীয় এক ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা। খেলাশেষে সে দিনের সেরা খেলোয়াড় সালাউদ্দিন আব্বাসিকে দেওয়া হয় পাঁচ লিটার পেট্রোলের একটি জার। যা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহলি দর্শকের প্রশ্ন কেন এমন পুরষ্কার।
বলা বাহুল্য, দেশজুড়ে পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই পুরষ্কারের আয়োজন বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই যা ক্রমশ উর্ধমুখী। কোনও কোনও রাজ্যে তা অবশ্য একশোও ছাড়িয়েছে। অবশ্য উদ্যোক্তাদের তরফে এই পুরষ্কার দেওয়ার কারণ হিসেবে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ছবি। সেখানে দেখা গিয়েছিল পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তি হাতে ক্রিকেট ব্যাট ও হেলমেট পড়ে পোজ দিয়ে ছবি তুলেছিলেন। পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাচ্ছে সেই কথাই ফুটে উঠেছিল ওই ছবিতে।
এখানেই শেস নয়। আরও আছে। বেশ কিছুদিন আগে তামিলনাড়ুতে এক নতুন উপহারের কথা ঘোষণা করেছিল সরকার। বলা হয়েছিল ‘থিরুক্কুরাল’ নামের একটি কবিতা নির্ভূল ভাবে বলতে পারলে সেখানকার ছাত্র-ছাত্রীদের এক লিটার করে পেট্রোল দেওয়া হবে।
সেই সঙ্গে যুক্ত হল এবারের ভোপালের ক্রিকেট প্রতিযোগীতায় পেট্রোল-পুরষ্কার পাওয়ার ঘটনা। এই সমস্ত উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে পেট্রোলের দামবৃদ্ধি সাধারণ জনজীবনে ঠিক কতটা প্রভাব ফেলেছে।
More News:
13th April 2021
10th April 2021
10th April 2021
5th April 2021
5th April 2021
5th April 2021
3rd April 2021
2nd April 2021
Leave A Comment