স্ত্রীর কথার সত্যতা প্রমাণে গরম তেলে হাত ডুবিয়ে 'অগ্নিপরীক্ষা'
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সতীত্ব প্রমানে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে। এবারে সত্যতার বিচারে দিতে হল অগ্নিপরীক্ষা। চার দিন যাবৎ নিখোঁজ ছিলেন মহিলা। সেই কারনেই বাড়ি ফিরতেই স্বামীর প্রতি আনুগত্যের বিচারে হল পরীক্ষা। গরম তেলে পাঁচ টাকার কয়েন ফেলে হাত দিয়ে বের করতে বললেন স্ত্রীকে। সেই ঘটনার ভিডিওও বানালেন স্বামী।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ওসমানাবাদের বাসিন্দা ওই মহিলা গত ১১ই ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে ঝগড়া করেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান কাওকে কিছু না জানিয়ে। পেশায় গাড়ি চালক স্বামী, চারদিন খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাননি। এরপর হঠাৎই ফিরে এসে জানান, পারান্দার কাছাপুরি চকে বাসের জন্য অপেক্ষা করছিলেন এমনসময় দুজন ব্যক্তি বাইকে করে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। চারদিন তাকে বন্দি করে রাখে।
পার্ধি সম্প্রদায়ের ওই মহিলার স্বামী তাঁর কথার সত্যতা যাচাই করার জন্য সাম্প্রদায়িক প্রথা অনুযায়ী গরম তেলের কড়া থেকে পাঁচ টাকার কয়েন বের করতে বলেন। প্রথা অনুযায়ী যদি তিনি মিথ্যে বলে থাকেন তাহলে তাঁর হাত পুড়ে যাবে। এরপর ওই ব্যক্তি শুরু করেন ভিডিও রেকর্ড। মহিলা তা না করতে চাইলে ভিডিও রেকর্ডিং চালু থাকাকালীনই জুতো দিয়ে মারেন তাঁর স্বামী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ভিডিওটিতে ওই ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমার স্ত্রী জানাচ্ছে ওকে দুজন ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে চারদিনের জন্য। আমি সত্যি জানতে চাই, তাই এই কাজ করছি।”
মহারাষ্ট্র আইন পরিষদের চেয়ারম্যান নিলম গোরহে এই ঘটনার প্রতিবাদে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দোষী ব্যাক্তির কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘সমাজের মধ্যে এখনও এই ধরনের ঘটনা ঘটে। মহিলাদের অনেক ক্ষেত্রেই নানা কারনে অগ্নিপরিক্ষার সম্মুখীন হতে হয়।’
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ওসমানাবাদের বাসিন্দা ওই মহিলা গত ১১ই ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে ঝগড়া করেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান কাওকে কিছু না জানিয়ে। পেশায় গাড়ি চালক স্বামী, চারদিন খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাননি। এরপর হঠাৎই ফিরে এসে জানান, পারান্দার কাছাপুরি চকে বাসের জন্য অপেক্ষা করছিলেন এমনসময় দুজন ব্যক্তি বাইকে করে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। চারদিন তাকে বন্দি করে রাখে।
পার্ধি সম্প্রদায়ের ওই মহিলার স্বামী তাঁর কথার সত্যতা যাচাই করার জন্য সাম্প্রদায়িক প্রথা অনুযায়ী গরম তেলের কড়া থেকে পাঁচ টাকার কয়েন বের করতে বলেন। প্রথা অনুযায়ী যদি তিনি মিথ্যে বলে থাকেন তাহলে তাঁর হাত পুড়ে যাবে। এরপর ওই ব্যক্তি শুরু করেন ভিডিও রেকর্ড। মহিলা তা না করতে চাইলে ভিডিও রেকর্ডিং চালু থাকাকালীনই জুতো দিয়ে মারেন তাঁর স্বামী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ভিডিওটিতে ওই ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমার স্ত্রী জানাচ্ছে ওকে দুজন ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে চারদিনের জন্য। আমি সত্যি জানতে চাই, তাই এই কাজ করছি।”
Nashik , It has been revealed that the same caste panchayat has ruled that a woman with suspicion should be boiled in boiling oil.
— BHARAT GHANDAT (@BHARATGHANDAT2) February 20, 2021
The husband took a video of the incident and made it viral. pic.twitter.com/eUz5bTmKbp
মহারাষ্ট্র আইন পরিষদের চেয়ারম্যান নিলম গোরহে এই ঘটনার প্রতিবাদে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দোষী ব্যাক্তির কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘সমাজের মধ্যে এখনও এই ধরনের ঘটনা ঘটে। মহিলাদের অনেক ক্ষেত্রেই নানা কারনে অগ্নিপরিক্ষার সম্মুখীন হতে হয়।’
More News:
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে মহিলাযাত্রীকে বাঁচালেন মহিলা কনস্টেবল
23rd February 2021
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে দাড়িয়ে 'প্রি-ওয়েডিং' শুট দম্পতির
23rd February 2021
21st February 2021
Leave A Comment