উত্তরাখণ্ডে একদিনের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কলেজ পড়ুয়া সৃষ্টি
Share Link:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: রূপালী পর্দায় একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে রাজ্যের হুলিয়া বদলে দিয়েছিলেন নায়ক অনিল কাপুর। এবার রূপালী পর্দার সেই ঘটনাই বাস্তবে চাক্ষুস করতে চলেছেন উত্তরাখণ্ডের বাসিন্দারা। আগামী ২৪ জানুয়ারি রবিবার একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলাবে কলেজ পড়ুয়া সৃষ্টি গোস্বামী।
আরও পড়ুন রাজ্যে এবার ভোট ঘোষণার দিনেই আসছেন বিশেষ পর্যবেক্ষক
রাজ্যে উন্নয়নের কাজকর্ম কীভাবে চলছে, কোথায় খামতি রয়েছে, তা পর্যালোচনাও করবে একদিনের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই একদিনের মুখ্যমন্ত্রী সৃষ্টিকে সাহায্য করার জন্য রাজ্যের সব বিভাগীয় সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ওমপ্রকাশ। প্রত্যেক বিভাগীয় সচিবকে দফতরের কাজকর্ম একদিনের মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ৫ মিনিট করে সময় পাবেন প্রত্যেকে।
আরও পড়ুন যেই মন্দিরে ৩৬৫ দিন পূজিত হন দেশনায়ক
আচমকাই কেন একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার বর্তাচ্ছে সৃষ্টির কাঁধে? আসলে আগামী ২৪ জানুয়ারী রাজ্যে বালিকা দিবস উদযাপিত হচ্ছে। ওই বালিকা দিবস উপলক্ষেই অভিনব উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ডের শিশু সুরক্ষা অধিকার কমিশন। ঠিক হয়েছে, বালিকা দিবসে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলাবে হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা তথা রুরকির বিএসএম পিজি কলেজের কৃষি বিভাগের ছাত্রী সৃষ্টি গোস্বামী। ২০১৮ সালের মে মাসেও উত্তরাখণ্ডের শিশু বিধানসভায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিল কলেজ পড়ুয়া সৃষ্টি।
আরও পড়ুন ১ ঘণ্টায় ৪ কেজি আমিষ খাবার, খেতে পারলেই রয়্যাল এনফিল্ড বাইক!
উত্তরাখণ্ডের শিশু সুরক্ষা অধিকার কমিশনের সভানেত্রী উষা নেগি জানিয়েছেন, ‘রবিবার দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত রাজ্যের বিধানসভা ভবনে বালিকা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিধানসভা কীভাবে কাজকর্ম পরিচালনা করে এবং প্রশাসনিক কাজকর্ম কীভাবে পরিচালিত হয়, তা নতুন প্রজন্মের নাগরিকদের কাছে তুলে ধরতে নকল বিধানসভারও আয়োজন করা হচ্ছে। বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ওই বিধানসভা বসবে।’
আরও পড়ুন সিআরপিএফের ‘কোবরা’য় এবার নারীরাও
আরও পড়ুন রাজ্যে এবার ভোট ঘোষণার দিনেই আসছেন বিশেষ পর্যবেক্ষক
রাজ্যে উন্নয়নের কাজকর্ম কীভাবে চলছে, কোথায় খামতি রয়েছে, তা পর্যালোচনাও করবে একদিনের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই একদিনের মুখ্যমন্ত্রী সৃষ্টিকে সাহায্য করার জন্য রাজ্যের সব বিভাগীয় সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ওমপ্রকাশ। প্রত্যেক বিভাগীয় সচিবকে দফতরের কাজকর্ম একদিনের মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ৫ মিনিট করে সময় পাবেন প্রত্যেকে।
আরও পড়ুন যেই মন্দিরে ৩৬৫ দিন পূজিত হন দেশনায়ক
আচমকাই কেন একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার বর্তাচ্ছে সৃষ্টির কাঁধে? আসলে আগামী ২৪ জানুয়ারী রাজ্যে বালিকা দিবস উদযাপিত হচ্ছে। ওই বালিকা দিবস উপলক্ষেই অভিনব উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ডের শিশু সুরক্ষা অধিকার কমিশন। ঠিক হয়েছে, বালিকা দিবসে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলাবে হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা তথা রুরকির বিএসএম পিজি কলেজের কৃষি বিভাগের ছাত্রী সৃষ্টি গোস্বামী। ২০১৮ সালের মে মাসেও উত্তরাখণ্ডের শিশু বিধানসভায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিল কলেজ পড়ুয়া সৃষ্টি।
আরও পড়ুন ১ ঘণ্টায় ৪ কেজি আমিষ খাবার, খেতে পারলেই রয়্যাল এনফিল্ড বাইক!
উত্তরাখণ্ডের শিশু সুরক্ষা অধিকার কমিশনের সভানেত্রী উষা নেগি জানিয়েছেন, ‘রবিবার দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত রাজ্যের বিধানসভা ভবনে বালিকা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিধানসভা কীভাবে কাজকর্ম পরিচালনা করে এবং প্রশাসনিক কাজকর্ম কীভাবে পরিচালিত হয়, তা নতুন প্রজন্মের নাগরিকদের কাছে তুলে ধরতে নকল বিধানসভারও আয়োজন করা হচ্ছে। বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ওই বিধানসভা বসবে।’
আরও পড়ুন সিআরপিএফের ‘কোবরা’য় এবার নারীরাও
More News:
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে মহিলাযাত্রীকে বাঁচালেন মহিলা কনস্টেবল
23rd February 2021
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে দাড়িয়ে 'প্রি-ওয়েডিং' শুট দম্পতির
23rd February 2021
স্ত্রীর কথার সত্যতা প্রমাণে গরম তেলে হাত ডুবিয়ে 'অগ্নিপরীক্ষা'
23rd February 2021
Leave A Comment