কাজের মেয়ের সঙ্গে স্বামীর পরকিয়া, ফাঁস করল টিয়া
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আস্তে কর, লাগছে ছাড়ো, চুমু খাবো, আর পারছি না…… না জানি আরও কত শব্দ। আরও কত কথা। সে সব শুনে যে কোনও পুরুষেরই গা গরম হয়ে যাবে। কানের লতি গরম হতে বাধ্য মেয়েদের। কারণ, কথাগুলো তো সাধারন কথা নয়, সে যে বিছানায় খেলাধূলার সময় নারীদেহ থেকে উচ্চারিত শব্দ। শীৎকারের মুহুর্ত। কিন্তু এসব শব্দ আওয়াজ কোথায় শিখল বাড়ির টিয়া? তিনি নিজে তো এসব বলেন না, আর বলবেনই বা কি করে, স্বামী তো তাঁর ধারে কাছেও ঘেঁশেন না। তাহলে কি…।
আরও পড়ুন নজিরবিহীন বন্ধুত্ব, জম্মদিনের উপহার অস্ট্রেলিয়ার বন্ধুদের পাঠাল আমেরিকার জলহস্তি
এতদিন সন্দেহ ছিল, বাড়ির পোষা টিয়া পাখির মুখে শব্দ আর টুকরো টুকরো কথা শুনে বাড়ির মালকিনের আর বুঝতে বাকি রইল না তাঁর অগোচরে বাড়িতে তাঁর স্বামী কোন সুখে মজে থাকে। বুঝতে আর বাকি রইল না বাড়িতে কাজ করা মেয়েমানুষটার সঙ্গেই বিছানায় মজেছে তাঁর স্বামী।
আরও পড়ুন তিনজনের মধ্যে একজনের হাতেই এই ফোন, আর আপনার হাতে
এর পর আর দেরি করেননি বাড়ির মালকিন, টিয়া নিয়ে সোজা থানায়। স্বামীর বিরুদ্ধে দায়ের করবেন অভিযোগ। কিন্তু পুলিশ শুনবে কেন? তোমার টিয়া কথা বলতেই পারে। শুনে শুনে মানুষের রসের কথা নকল করতেই পারে। কিন্তু সে সব কথার ওপর ভিত্তি করে তো আর কারোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা যায় না! অগত্যা কি আর করেন গিন্নি, খালি হাতেই ফিরতে হয়েছে বাড়ি।
আরও পড়ুন তিহারে গণধর্ষণের শিকার নির্ভয়ার ধর্ষক মুকেশ
কুয়েতে ঘটেছে এই ঘটনা। সেখানে যৌন উত্তেজনায় ভরপুর ওই সব কথাবার্তা শুনতে এখন অনেকেই টিয়াটিকে কিনতে চাইছে সেই মালকিনের কাছ থেকে। কিন্তু মালকিন তা ছাড়তে নারাজ। এমন অকাঠ্য প্রমাণ কে আর হাতছাড়া করবে? তবে ঘটনার পর বেশ গুটিয়ে গিয়েছেন স্বামীটি। বাড়ির কাজের মেয়ের সঙ্গে বেশ চলছিল বিছানায় লীলাখেলা। কোথাকার কে টিয়া দিয়েছে সব ফাঁস করে। এই কারণেই বোধহয় বলে ঘর শত্রু বিভীষণ।
আরও পড়ুন ঝগড়ার হাত থেকে কি করে বাঁচাবেন সম্পর্ককে
আরও পড়ুন নজিরবিহীন বন্ধুত্ব, জম্মদিনের উপহার অস্ট্রেলিয়ার বন্ধুদের পাঠাল আমেরিকার জলহস্তি
এতদিন সন্দেহ ছিল, বাড়ির পোষা টিয়া পাখির মুখে শব্দ আর টুকরো টুকরো কথা শুনে বাড়ির মালকিনের আর বুঝতে বাকি রইল না তাঁর অগোচরে বাড়িতে তাঁর স্বামী কোন সুখে মজে থাকে। বুঝতে আর বাকি রইল না বাড়িতে কাজ করা মেয়েমানুষটার সঙ্গেই বিছানায় মজেছে তাঁর স্বামী।
আরও পড়ুন তিনজনের মধ্যে একজনের হাতেই এই ফোন, আর আপনার হাতে
এর পর আর দেরি করেননি বাড়ির মালকিন, টিয়া নিয়ে সোজা থানায়। স্বামীর বিরুদ্ধে দায়ের করবেন অভিযোগ। কিন্তু পুলিশ শুনবে কেন? তোমার টিয়া কথা বলতেই পারে। শুনে শুনে মানুষের রসের কথা নকল করতেই পারে। কিন্তু সে সব কথার ওপর ভিত্তি করে তো আর কারোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা যায় না! অগত্যা কি আর করেন গিন্নি, খালি হাতেই ফিরতে হয়েছে বাড়ি।
আরও পড়ুন তিহারে গণধর্ষণের শিকার নির্ভয়ার ধর্ষক মুকেশ
কুয়েতে ঘটেছে এই ঘটনা। সেখানে যৌন উত্তেজনায় ভরপুর ওই সব কথাবার্তা শুনতে এখন অনেকেই টিয়াটিকে কিনতে চাইছে সেই মালকিনের কাছ থেকে। কিন্তু মালকিন তা ছাড়তে নারাজ। এমন অকাঠ্য প্রমাণ কে আর হাতছাড়া করবে? তবে ঘটনার পর বেশ গুটিয়ে গিয়েছেন স্বামীটি। বাড়ির কাজের মেয়ের সঙ্গে বেশ চলছিল বিছানায় লীলাখেলা। কোথাকার কে টিয়া দিয়েছে সব ফাঁস করে। এই কারণেই বোধহয় বলে ঘর শত্রু বিভীষণ।
আরও পড়ুন ঝগড়ার হাত থেকে কি করে বাঁচাবেন সম্পর্ককে
More News:
22nd January 2021
22nd January 2021
১ মিনিটের ব্যবধানে মারা গেলেন দম্পতি! করোনায় শেষ হল ৭০ বছরের সংসার
22nd January 2021
উত্তরাখণ্ডে একদিনের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কলেজ পড়ুয়া সৃষ্টি
22nd January 2021
১ ঘণ্টায় ৪ কেজি আমিষ খাবার, খেতে পারলেই রয়্যাল এনফিল্ড বাইক!
18th January 2021
4th January 2021
Leave A Comment