উরিব্বাস, এক দেহে তিন পুরুষাঙ্গ! শোরগোল পড়ল ইরাকে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: একটি নয়, দুটি নয়, একেবারে তিন তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মালো এক শিশু। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ইরাকে। জন্মের পর শিশুটিকে দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েছেন চিকিৎসকরাও। গোটা বিশ্বে এমন ঘটনা এই প্রথম বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ইরাকের মসুল শহরে জন্মগ্রহণ করে এক শিশু। জন্মের সময় সবকিছু ঠিকঠাক থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দিচ্ছিল তার পুরুষাঙ্গে। ৩ মাসের ওই শিশুটির পুরুষাঙ্গ ক্রমশ ফুলে গিয়ে সেখানে জ্বালা করছিল। এরপরই চিকিৎসকদের দ্বারস্থ হন শিশুটির বাবা-মা। সেখানে শিশুটিকে পরীক্ষা করার পরই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। পরীক্ষায় দেখা যায়, শিশুটির আরও দুটো পুরুষাঙ্গ জন্মগতভাবে তৈরি হয়ে রয়েছে। যার একটা অণ্ডকোষের নীচে এবং অন্যটা প্রধান পুরুষাঙ্গের ঠিক নীচে থেকে বেরিয়ে এসেছে। চিকিৎসার বিজ্ঞানে এটিকে ট্রিপহেলিয়া বলা হয়।
চিকিৎসকদের মতে, চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা এই প্রথমবার ঘটেছে। যদিও সূত্র মারফৎ জানা গিয়েছে এর আগে ভারতেও এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি শিশু ৩টি পুরুষাঙ্গ নিয়ে জন্মেছিল। কিন্তু তার বাকি দুটি পুরুষাঙ্গের সঙ্গে মুত্রনালীর কোনও যোগাযোগ না থাকায় অস্ত্রোপচার করে সেই দুটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনাটির কথা মেডিকেল জার্নালে উল্লিখিত না থাকায় ইরাকের ঘটনাটিকেই বিশ্বে প্রথম বলে গণ্য করা হচ্ছে। চিকিৎসকদের কথায়, এটি একটি দুর্লভ ঘটনা। এর সঙ্গে কোনওরকম ওষুধ বা বংশগতির সম্পর্ক নেই। তবে প্রতি ৫০ থেকে ৬০ লাখ শিশুর মধ্যে একজনের দেহে এমন সমস্যা হতে পারে।
জানা গিয়েছে, ইরাকের মসুল শহরে জন্মগ্রহণ করে এক শিশু। জন্মের সময় সবকিছু ঠিকঠাক থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দিচ্ছিল তার পুরুষাঙ্গে। ৩ মাসের ওই শিশুটির পুরুষাঙ্গ ক্রমশ ফুলে গিয়ে সেখানে জ্বালা করছিল। এরপরই চিকিৎসকদের দ্বারস্থ হন শিশুটির বাবা-মা। সেখানে শিশুটিকে পরীক্ষা করার পরই চোখ কপালে ওঠে চিকিৎসকদের। পরীক্ষায় দেখা যায়, শিশুটির আরও দুটো পুরুষাঙ্গ জন্মগতভাবে তৈরি হয়ে রয়েছে। যার একটা অণ্ডকোষের নীচে এবং অন্যটা প্রধান পুরুষাঙ্গের ঠিক নীচে থেকে বেরিয়ে এসেছে। চিকিৎসার বিজ্ঞানে এটিকে ট্রিপহেলিয়া বলা হয়।
চিকিৎসকদের মতে, চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা এই প্রথমবার ঘটেছে। যদিও সূত্র মারফৎ জানা গিয়েছে এর আগে ভারতেও এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি শিশু ৩টি পুরুষাঙ্গ নিয়ে জন্মেছিল। কিন্তু তার বাকি দুটি পুরুষাঙ্গের সঙ্গে মুত্রনালীর কোনও যোগাযোগ না থাকায় অস্ত্রোপচার করে সেই দুটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনাটির কথা মেডিকেল জার্নালে উল্লিখিত না থাকায় ইরাকের ঘটনাটিকেই বিশ্বে প্রথম বলে গণ্য করা হচ্ছে। চিকিৎসকদের কথায়, এটি একটি দুর্লভ ঘটনা। এর সঙ্গে কোনওরকম ওষুধ বা বংশগতির সম্পর্ক নেই। তবে প্রতি ৫০ থেকে ৬০ লাখ শিশুর মধ্যে একজনের দেহে এমন সমস্যা হতে পারে।
More News:
19th April 2021
19th April 2021
পবিত্র দ্বীপে থাকেন শুধু পুরুষরা, প্রবেশাধিকার নেই কোনও নারীর
13th April 2021
10th April 2021
10th April 2021
5th April 2021
5th April 2021
3rd April 2021
Leave A Comment