করোনার টিকা নিলেই হয়ে যাবেন সমকামী, আজব দাবি ধর্মগুরুর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের তীব্র সংক্রমণের সময় দেশ-বিদেশের নানান 'প্রভাবশালী' ব্যক্তিরা বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন। কখনও কোনও ধর্মগুরু, কখনও কোনও নেতা কিংবা মন্ত্রী নানান 'ভুল' কথা বলে গিয়েছেন। যার ফলে সমাজে কুপ্রভাব ও ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। এবার করোনার ভ্যাকসিন নিয়ে হাস্যকর মন্তব্য করলেন ইজরায়েলের এক ধর্মগুরু। তিনি তাঁর অনুগামীদের বলেছেন করোনার ভ্যাকসিন নিলেই সমকামিতে পরিণত হবেন সকলে।
ইজরায়েলের ওই ধর্মগুরুর নাম ড্যানিয়েল আসর। তিনি সোমবার নিজের অনুগামীদের বলেছেন, করোনার যে ভ্যাকসিন ভ্রুণের নির্যাস দিয়ে বানানো হয়েছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এই ভ্যাকসিন নিলেই মানুষ সমকামীতে পরিণত হবেন। তাই তিনি নিজের অনুগামীদের এই ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।
যদিও ওই ধর্মগুরু নিজের বক্তব্যের কোনও প্রমাণ দিতে পারেননি। বিজ্ঞানীদের মতে করোনার প্রতিষেধক নেওয়ার সঙ্গে সমকামীতার কোনও সম্পর্ক নেই। ওই ধর্মগুরু আরও জানিয়েছেন, তিনি নাকি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেথাইয়ুকে পরামর্শ দিয়েছিলেন, যে করোনা ভাইরাসের প্রতিষেধক যেন মাইক্রোচিপের মাধ্যমে সাধারণ মানুষের শরীরে প্রবেশ করানো হোক। তিনি এও বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাকি এই ভ্যাকসিন বানানোর বিষয় নিয়ে বিল গেটসের কোম্পানির সঙ্গে কাজ করছিলেন।
ইজরায়েলে ইতিমধ্যেই ২০ লক্ষ সাধারণ মানুষ করোনার প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। যার মধ্যে ২ লক্ষ ২৫ হাজার মানুষ এই টিকার দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। সূত্রের খবর, মার্চের মাঝমাঝির মধ্যে প্রায় ৫০ থেকে ৯০ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইজরায়েল সরকার।
ইজরায়েলের ওই ধর্মগুরুর নাম ড্যানিয়েল আসর। তিনি সোমবার নিজের অনুগামীদের বলেছেন, করোনার যে ভ্যাকসিন ভ্রুণের নির্যাস দিয়ে বানানো হয়েছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এই ভ্যাকসিন নিলেই মানুষ সমকামীতে পরিণত হবেন। তাই তিনি নিজের অনুগামীদের এই ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।
যদিও ওই ধর্মগুরু নিজের বক্তব্যের কোনও প্রমাণ দিতে পারেননি। বিজ্ঞানীদের মতে করোনার প্রতিষেধক নেওয়ার সঙ্গে সমকামীতার কোনও সম্পর্ক নেই। ওই ধর্মগুরু আরও জানিয়েছেন, তিনি নাকি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেথাইয়ুকে পরামর্শ দিয়েছিলেন, যে করোনা ভাইরাসের প্রতিষেধক যেন মাইক্রোচিপের মাধ্যমে সাধারণ মানুষের শরীরে প্রবেশ করানো হোক। তিনি এও বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাকি এই ভ্যাকসিন বানানোর বিষয় নিয়ে বিল গেটসের কোম্পানির সঙ্গে কাজ করছিলেন।
ইজরায়েলে ইতিমধ্যেই ২০ লক্ষ সাধারণ মানুষ করোনার প্রতিষেধকের প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। যার মধ্যে ২ লক্ষ ২৫ হাজার মানুষ এই টিকার দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। সূত্রের খবর, মার্চের মাঝমাঝির মধ্যে প্রায় ৫০ থেকে ৯০ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইজরায়েল সরকার।
More News:
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে মহিলাযাত্রীকে বাঁচালেন মহিলা কনস্টেবল
23rd February 2021
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে দাড়িয়ে 'প্রি-ওয়েডিং' শুট দম্পতির
23rd February 2021
স্ত্রীর কথার সত্যতা প্রমাণে গরম তেলে হাত ডুবিয়ে 'অগ্নিপরীক্ষা'
23rd February 2021
Leave A Comment