নৃশংসতার চরমে, প্রতিবেশীর হৃদপিন্ড রান্না করে খেল যুবক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ঠান্ডা মাথায় কষা ছক। সুযোগ বুঝে তা প্রয়োগ করে খুন প্রতিবেশীকে। খুন করে হৃদপিণ্ড বের করে রান্না করে খেয়ে নিল খুনি। লাগাম ছাড়া নৃশংসতার নজির। ঘটনার ভয়াবহতা জানলে শিউরে উঠতে হয়।
ঘটনার মুল অভিযুক্ত লরেন্স পল অ্যান্ডারসন আমেরিকার ওক্লাহোমার চিকাস শহরের বাসিন্দা। প্রতিবেশীকে খুন করে তাঁর হৃদপিণ্ড নিয়ে এসে তা রান্না করে খায় সে। জানা গিয়েছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।
ওক্লাহোমার স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছেন, অভিযুক্ত লরেন্স তাঁর প্রতিবেশী আন্ড্রিয়া লিন ব্ল্যাঙ্কেনশিপকে কুপিয়ে খুন করে তাঁর হৃদপিণ্ড বের করে নেয়। সেখান থেকে বেড়িয়ে কাকা লিওন পাই ও বোন কেয়স ইয়েটসকে একই ভাবে খুন করে। সেই সময় তাঁর মাসি ডেলসি পাই বাধা দিতে আসলে তাকেও কোপ মারতে যায় ওই যুবক। ডেলসি পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর ওই যুবক প্রতিবেশীর হৃদপিন্ড রান্না করে তা খেয়েও নেন।
অন্যদিকে ডেলসি থানায় গিয়ে পুলিশে খবর দেন। তদন্তকারীরা পৌঁছে দেখেন সে ওই রান্না খেয়ে বমি করছে। সে মুহূর্তে গ্রেফতার করা হয় তাকে।
জেরায় ধৃত নিজের দোষ স্বীকার করে নেয়। জানা গিয়েছে, লরেন্স দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। এই বছর জানুয়ারীতে সে তাঁর আগের অপরাধের শাস্তি শেষ করে। মুক্তির পর তাঁকে হাসপাতালেও রাখা হয় ১৫ ই ফেব্রুয়ারী পর্যন্ত।
২০১৭ সালে আগের অপরাধের বিচার চলাকালীন সে আদালতে জানিয়েছিল সে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। যার ফলস্বরুপ তাঁর শাস্তি ২০ বছর কমিয়ে দেওয়া হয়েছিল। তবে পুলিশের দাবি, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই সে ঠান্ডা মাথায় আন্ড্রিয়াকে খুন করার ছক করে। এখন তাকে গ্র্যাডি কাউন্টি জেলে রাখা হয়েছে।
এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়। তাঁদের ক্ষোভ, এমন অপরাধীর সাজা কেন কমানো হয়েছিল? লরেন্সের বিরোধী পক্ষের আইনজীবী তাঁর মৃত্যুদন্ডের আবেদন করেছেন আদালতে। তিনি আরও জানান, “এমন অপরাধী কখনওই শুধরায় না। এরা যখনই ছাড়া পাবে তখনই নিরীহ মানুষের জীবন সংশয় হবে। তাই এমন অপরাধীর মৃত্যুদণ্ডই উচিৎ।”
ঘটনার মুল অভিযুক্ত লরেন্স পল অ্যান্ডারসন আমেরিকার ওক্লাহোমার চিকাস শহরের বাসিন্দা। প্রতিবেশীকে খুন করে তাঁর হৃদপিণ্ড নিয়ে এসে তা রান্না করে খায় সে। জানা গিয়েছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।
ওক্লাহোমার স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছেন, অভিযুক্ত লরেন্স তাঁর প্রতিবেশী আন্ড্রিয়া লিন ব্ল্যাঙ্কেনশিপকে কুপিয়ে খুন করে তাঁর হৃদপিণ্ড বের করে নেয়। সেখান থেকে বেড়িয়ে কাকা লিওন পাই ও বোন কেয়স ইয়েটসকে একই ভাবে খুন করে। সেই সময় তাঁর মাসি ডেলসি পাই বাধা দিতে আসলে তাকেও কোপ মারতে যায় ওই যুবক। ডেলসি পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর ওই যুবক প্রতিবেশীর হৃদপিন্ড রান্না করে তা খেয়েও নেন।
অন্যদিকে ডেলসি থানায় গিয়ে পুলিশে খবর দেন। তদন্তকারীরা পৌঁছে দেখেন সে ওই রান্না খেয়ে বমি করছে। সে মুহূর্তে গ্রেফতার করা হয় তাকে।
জেরায় ধৃত নিজের দোষ স্বীকার করে নেয়। জানা গিয়েছে, লরেন্স দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। এই বছর জানুয়ারীতে সে তাঁর আগের অপরাধের শাস্তি শেষ করে। মুক্তির পর তাঁকে হাসপাতালেও রাখা হয় ১৫ ই ফেব্রুয়ারী পর্যন্ত।
২০১৭ সালে আগের অপরাধের বিচার চলাকালীন সে আদালতে জানিয়েছিল সে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। যার ফলস্বরুপ তাঁর শাস্তি ২০ বছর কমিয়ে দেওয়া হয়েছিল। তবে পুলিশের দাবি, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই সে ঠান্ডা মাথায় আন্ড্রিয়াকে খুন করার ছক করে। এখন তাকে গ্র্যাডি কাউন্টি জেলে রাখা হয়েছে।
এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়। তাঁদের ক্ষোভ, এমন অপরাধীর সাজা কেন কমানো হয়েছিল? লরেন্সের বিরোধী পক্ষের আইনজীবী তাঁর মৃত্যুদন্ডের আবেদন করেছেন আদালতে। তিনি আরও জানান, “এমন অপরাধী কখনওই শুধরায় না। এরা যখনই ছাড়া পাবে তখনই নিরীহ মানুষের জীবন সংশয় হবে। তাই এমন অপরাধীর মৃত্যুদণ্ডই উচিৎ।”
More News:
19th April 2021
19th April 2021
পবিত্র দ্বীপে থাকেন শুধু পুরুষরা, প্রবেশাধিকার নেই কোনও নারীর
13th April 2021
10th April 2021
10th April 2021
5th April 2021
5th April 2021
5th April 2021
3rd April 2021
Leave A Comment