মিটিংয়ের মাঝে স্বামীকে চুমু খাওয়া চেষ্টা স্ত্রীর, মুহূর্তে ভাইরাল ভিডিও
Share Link:

নিজস্ব প্রতিনিধি: 'জুম' কলে স্ত্রীয়ের চুম্বন। সম্প্রতি জুম মিটিংয়ের একটি ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে জুম কলে মিটিংয়ে থাকাকালীন স্বামীকে চুম্বন খাওয়ার চেষ্টা করছেন স্ত্রী। স্ত্রীয়ের এরকম আচরণ দেখে স্বভাবতই রেগে যান তাঁর স্বামী। ঘটনাচক্রে ওই সময় ভিডিও কলের ক্যামেরা অন থাকে। তখন স্ত্রীকে ওই ব্যক্তি বলেন, কী এসব বোকামো করছ। ক্যামেরা অন আছে তো।
ওই ভিডিওতে থাকা কোন এক সদস্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। আর তারপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই ২লক্ষ নেটবাসী দেখেছেন। এই ভিডিওটি শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। আর তাতে আনন্দ মহিন্দ্রা জানান, আমার মনে হয় ওই মহিলাকে বছরের সেরা স্ত্রী পুরস্কার দেওয়া উচিত। তার স্বামী যদি আরেকটু সাবলীল হতেন, তাহলে আমি তাদের বছরের সেরা দম্পতি হিসাবে ঘোষণা করতাম।
ওই ভিডিওতে থাকা কোন এক সদস্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। আর তারপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই ২লক্ষ নেটবাসী দেখেছেন। এই ভিডিওটি শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। আর তাতে আনন্দ মহিন্দ্রা জানান, আমার মনে হয় ওই মহিলাকে বছরের সেরা স্ত্রী পুরস্কার দেওয়া উচিত। তার স্বামী যদি আরেকটু সাবলীল হতেন, তাহলে আমি তাদের বছরের সেরা দম্পতি হিসাবে ঘোষণা করতাম।
Haha. I nominate the lady as the Wife of the Year. And if the husband had been more indulgent and flattered, I would have nominated them for Couple of the Year but he forfeited that because of his grouchiness! @hvgoenka https://t.co/MVCnAM0L3W
— anand mahindra (@anandmahindra) February 19, 2021
More News:
2nd March 2021
2nd March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
27th February 2021
27th February 2021
27th February 2021
26th February 2021
Leave A Comment