বিয়ের রাতে খোয়া গেল পুরুষাঙ্গ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নিজের বড় সাধের সম্পত্তিটাই খোয়া গেল চিরতরে। তাও কখন, না বিয়ের পরে পরেই। বোঝো ঠ্যালা। এবার বউকে কি দিয়ে খুশি করবে? বাবাই বা হবে কি করে? শরীরের খিদেটাই বা মিটবে কিসে? এতসত প্রশ্নে এখন জীবন জেরবার বছর পঁচিশের আলম সবুজের। কারণ বিয়ের রাতেই যে খোয়া গিয়েছে তাঁর বড় সাধের পছন্দের পুরুষাঙ্গটি। খোয়া গিয়েছে পৌরুষ, খোয়া গিয়েছে অহংকার।
আরও পড়ুন ১টাকায় ১ জিবি! জেনে নিন কে দিচ্ছে এমন সুবিধা
জানা গিয়েছে, বাংলাদেশের নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে বিয়ে হয় আলম সবুজের। বুধবার ভোররাতে সে প্রকৃতির ডাকেই সাড়া দিতে ঘর থেকে বেড়িয়েছিল। কিন্তু তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। বুধবার সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন স্থানে তাঁকে অচেতন ও নগ্ন অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের লোকেরা। সেই সময়েই তার দেহে পুরুষাঙ্গ ছিল না ও সেখান থেকে অঝোরে রক্ত ঝরে পড়েছিল। মনে করা হচ্ছিল কেউ বা কারা তার পুরুষাঙ্গটি কেটে নিয়ে চলে গিয়েছে।
আরও পড়ুন ভালবাসার ফাঁদ পেতে চূড়ান্ত প্রতারণা, গ্রেফতার ৫ মক্ষিরানী
পরে জ্ঞান ফিরতে সবুজ জানায়, কিছু দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশের ধারনা সবুজ কোনও মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল যে সবুজের এই বিয়ে মেনে নিতে পারেনি। ঘটনার জেরে সবুজের স্ত্রী ও তাঁর শাশুড়িকেও এ বিশয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আলম সবুজের।
আরও পড়ুন কলগার্ল চেয়েছিলেন, যিনি এলেন দেখে কপালে উঠল চোখ
আরও পড়ুন ১টাকায় ১ জিবি! জেনে নিন কে দিচ্ছে এমন সুবিধা
জানা গিয়েছে, বাংলাদেশের নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে বিয়ে হয় আলম সবুজের। বুধবার ভোররাতে সে প্রকৃতির ডাকেই সাড়া দিতে ঘর থেকে বেড়িয়েছিল। কিন্তু তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। বুধবার সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন স্থানে তাঁকে অচেতন ও নগ্ন অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের লোকেরা। সেই সময়েই তার দেহে পুরুষাঙ্গ ছিল না ও সেখান থেকে অঝোরে রক্ত ঝরে পড়েছিল। মনে করা হচ্ছিল কেউ বা কারা তার পুরুষাঙ্গটি কেটে নিয়ে চলে গিয়েছে।
আরও পড়ুন ভালবাসার ফাঁদ পেতে চূড়ান্ত প্রতারণা, গ্রেফতার ৫ মক্ষিরানী
পরে জ্ঞান ফিরতে সবুজ জানায়, কিছু দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশের ধারনা সবুজ কোনও মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল যে সবুজের এই বিয়ে মেনে নিতে পারেনি। ঘটনার জেরে সবুজের স্ত্রী ও তাঁর শাশুড়িকেও এ বিশয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আলম সবুজের।
আরও পড়ুন কলগার্ল চেয়েছিলেন, যিনি এলেন দেখে কপালে উঠল চোখ
More News:
22nd January 2021
22nd January 2021
১ মিনিটের ব্যবধানে মারা গেলেন দম্পতি! করোনায় শেষ হল ৭০ বছরের সংসার
22nd January 2021
উত্তরাখণ্ডে একদিনের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কলেজ পড়ুয়া সৃষ্টি
22nd January 2021
১ ঘণ্টায় ৪ কেজি আমিষ খাবার, খেতে পারলেই রয়্যাল এনফিল্ড বাইক!
18th January 2021
4th January 2021
Leave A Comment