এই মুহূর্তে




‘ভয় পেও না, দেশের গর্ব তোমরা’, ফাইনালের আগে হরমনপ্রীতদের সাহস যোগালেন গম্ভীর-বুমরাহ

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত পৌঁছেও দেশকে জেতাতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত-বিরাটদের। রীতিমতো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলকে। এবার সিনিয়রদের সেই চোখের জলের প্রতিশোধ নেওয়ার পালা, ভারতের রানিদের। রবিবার (২ নভেম্বর) দেশকে জেতানোর বিশ্বাস নিয়েই মাঠে নামবেন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিম। দিন দুয়েক আগে নভি মুম্বইয়ের স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে একেবারে দুরমুশ করে ODI বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আর নিজের কাঁধে করে দেশকে ODI বিশ্বকাপের ফাইনালে উঠিয়ে দিয়েছেন জেমাইমা রদ্রিগেজরা। ১২৭ করে রীতিমতো রেকর্ড করেছেন বছর ২৫-এর এই তরুণ ক্রিকেট রানি। অন্যদিকে ৮৭ করে আউট হয়ে গেলেও দেশকে জেতানোর অনেকটা কৃতিত্ব রয়েছে অধিনায়ক হরমনপ্রীতেরও।

যাই হোক, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ক্রিকেট যুদ্ধে নামবে ভারত। ইতিমধ্যেই দেশের মহিলা ক্রিকেটারদের নিয়ে উত্তেজিত সকল দেশবাসী। তাদের হাত ধরে আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারত। ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ নভেম্বর, রবিবার বিকেল ৩টে থেকে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস আকাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এখন দেশের রানিদের চিয়ারাপ করতে ব্যস্ত। কেননা বিশ্বকাপের ১৩ তম সিজনের কোনও বর্ষেই ভারত
বা দক্ষিণ আফ্রিকা কেউই বিশ্বকাপ জেতেনি। সুতরাং যেই জিতুক না কেন, এ বছর ICC মহিলা বিশ্বকাপ জেতার মূহুর্তটি বিজয়ী দলের জন্য ঐতিহাসিক হবে। ভারতীয় মহিলা দলকে বুকভরা ভালবাসা জানিয়েছেন ভারতের পুরুষ ক্রিকেটাররা ও। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন টিম ইন্ডিয়া।

ঐতিহাসিক আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালের আগে তাঁরাও মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। আজকের দিনটি মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের জন্যেও একটি বিশেষ দিন, যিনি ২০০৫ এবং ২০১৭ সালে দুবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছনোর পরেও দেশকে জেতাতে পারেনি। তাই এবার অধিনায়ক হয়ে তিনি প্রথম বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন। তাই ভারতের রানিদের বুকভরা ভালবাসা জানিয়েছেন ভারতের ক্রিকেট রাজারা। রবিবার বিসিসিআই-এর এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে মহিলা দলকে বড়দিনের জন্য শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর-সহ জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবদের। গৌতম গম্ভীর বলেছেন, “পুরো সাপোর্ট স্টাফ এবং ভারতীয় দলের পক্ষ থেকে, আমি মহিলা দলকে শুভকামনা জানাচ্ছি। কাপটি ঘরে ফিরিয়ে আনুন। শুভকামনা।” অভিষেক শর্মা এবং হর্ষিত রানার সঙ্গে ওয়ানডে অধিনায়ক শুভমান গিলও তাঁদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “মহিলা দলকে ফাইনালের জন্য শুভকামনা জানাচ্ছি।”

 

অন্যদিকে হর্ষিত বলেন, “এবার কাপটি ঘরে আনুন।” ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ মহিলাদের উৎসাহিত করে বলেছেন, “তোমরা তোমাদের শুধু সেরাটা দাও, বাকি সবকিছু নিজেরাই ঠিক হয়ে যাবে।” অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর স্পিন ত্রয়ীও তাদের আত্মবিশ্বাস এবং উৎসাহ প্রকাশ করে জানিয়েছেন, “আমি নিশ্চিত যে তোমরা এগিয়ে যাবে এবং আমাদের বিশ্বকাপ এবং চাক দে ইন্ডিয়া এনে দেবে।” অন্যদিকে উইকেটরক্ষক জিতেশ শর্মা মরাঠি ভাষায় ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে বিশেষ শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে আর্শদীপ সিংহ আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন, “এবার ট্রফি আমাদের। তোমাকে কেবল এটি তুলে নিতে হবে। ট্রফিটি বাড়িতে আনতে হবে না।” এদিকে, রিঙ্কু সিংহ দলকে অনুপ্রাণিত করে বলেছেন, “ঈশ্বরের পরিকল্পনা। এতে বিশ্বাস রাখুন এবং এটি জিতুন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না’, একাত্তরের ভূমিকা নিয়ে ডিগবাজি জামায়াতের শীর্ষ নেতার

অমানবিক! জমি হাতাতে ১২ বছরের নাবালিকার গোপনাঙ্গ পুড়িয়ে দিল কাকু-কাকিমা

সুস্থ হয়ে জুহুর বাড়িতে ফিরলেন ধর্মেন্দ্র, অভিনেতাকে দেখতে এসে হাউহাউ করে কেঁদে ফেললেন অনুরাগী

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

দিনভর বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন বিকল্প পথে চলছে গাড়ি?

মুখোমুখি সংঘর্ষ কন্টেইনার ও বাসের, আহত ২৫ বাসযাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ