এই মুহূর্তে




ফুল-চাদরে মোড়া জুবিনের আসন, মুক্তি পেল গায়কের শেষ সিনেমা, প্রেক্ষাগৃহে চলবে না অন্য কোনও ছবি

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় অকালমৃত্যু হয়েছে প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের। পরে অবশ্য স্কুবা ডাইভিং দুর্ঘটনায় গায়কের মৃত্যুর খবরটা উড়িয়ে দেন তাঁর পরিবার। কেননা জুবিনের মৃগী রোগ ছিল, তাই তাদের ধারণা, স্কুবা ডাইভিংয়ে কোনভাবেই অংশ নেওয়ার কথা নয় গায়কের। সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন জুবিন। আর পুরো বিষয়টা পরিকল্পিত। কারণ গায়কের স্বাস্থ্য সঙ্কটের কথা জেনেই তাঁকে সমুদ্রে নামতে দিয়েছিল তাঁর দল। গত ১৯ সেপ্টেম্বর জুবিনের মৃত্যুতে এখনও শোকের ছায়া গোটা অসম জুড়ে। গোটা অসম গায়ককে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। অসমের মানুষজনের কাছে তিনি প্রিন্স ছিলেন। ইমোশন ছিলেন। যদিও গায়কের রহস্যমৃত্যুর দাবি তুলে তাঁর ম্যানেজার, নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক, তাঁর দু’জন ব্যান্ডমেট এবং গায়কের খুড়তুতো ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা এখন জেল হেফাজতে। এখনও গায়কের মৃত্যুর কারণ জানতে তৎপর অসম এবং সিঙ্গাপুর পুলিশ। কেননা নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতেই সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। আর সেখানেই জলে ডুবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। তবে অসমের মানুষজনের আষ্টেপৃষ্ঠে এখনও জড়িয়ে আছেন গায়ক। তাঁর গান, সিনেমার মাধ্যমে।

 

এমনকী গায়ক-অভিনেতার শেষ সিনেমা এখনও রিলিজ হতে বাকি। অনেকেই হয়তো জানেন না, ৪০ রকমের বাদ্যযন্ত্র, সুর তৈরি করা, গাওয়া ছাড়াও জুবিন একজন দক্ষ অভিনেতা ছিলেন। অসংখ্য অসমীয়া ছবিতে তিনি অভিনয় করেছিলেন। আজ (৩১ অক্টোবর), তাঁর শেষ ছবি ‘রোই রোই বিনাল’-এ বড় পর্দায় মুক্তি পেয়েছে। আর অসমের থিয়েটারগুলিতে ছবিটি রিলিজ হওয়া মাত্রই গায়ক কে স্মরণ করেছেন ভক্তরা। প্রতিটি সিনেমাহলে জুবিনের জন্য একটি বিশেষ আসন রাখা হয়েছে। আসনটি সাজানো হয়েছে এবং তাতে জুবিনের একটি ছবি রাখা হয়েছে। ‘রোই রোই বিনালে’ পরিচালনা করেছেন রাজেশ ভূঁইয়া। ছবিতে অভিনয়ের পাশাপাশি, ছবির গানগুলিও সুর করেছেন জুবিন।এবং সিনেমার গল্পও লিখেছেন। একটি প্রতিবেদন অনুসারে, আর ছবিটি মুক্তি পাওয়ার পরেই ঘোষণা হয়েছে যে, কিছুদিন অসমে কেবল জুবিন গর্গের ছবি “রই রোই বিনালে” প্রদর্শিত হবে, কোনও মুক্তিপ্রাপ্ত নতুন ছবির প্রদর্শন হবে না।উত্তর-পূর্ব রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে হোল্ডওভার মুক্তি বন্ধ থাকবে।

এমনকী নতুন মুক্তিপ্রাপ্ত ছবি যেমন বাহুবলী: দ্য এপিক, সিঙ্গেল সালমা, দ্য তাজ স্টোরি, দ্য ব্ল্যাক ফোন ২, বুগোনিয়া, গুড বয় ইত্যাদি কিছু প্রদর্শিত হবে না। অসমের প্রতিটি সিনেমা হলে কেবল “রই রোই বিনালে” দেখানো হবে।” এদিকে মুক্তির দিন থেকেই “রই রোই বিনালে” বক্স অফিসে ভাল ব্যবসা করছে। অগ্রিম বুকিংও ভাল হয়েছে ছবিটির। আর ছবি দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরচ্ছেন ভক্তরা। বৃহস্পতিবার, ছবিটি মুক্তির আগে, জুবিনের স্ত্রী গরিমা গর্গ ইনস্টাগ্রামে এই ছবির একটি পোস্টার ভাগ করে নিয়ে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “১৫ সেপ্টেম্বর তুমি যে চিঠিগুলো লিখেছিলে… তোমার প্রিয়জনদের কাছে একটি ভালবাসার আবেদন! সবকিছুই আমার হৃদয়ে আঘাত করে, গোল্ডি! কিন্তু এই সবকিছুর মাঝে, আমার শূন্য হৃদয়ে আরও কিছু প্রশ্ন জ্বলছে – ১৯ সেপ্টেম্বর কী হয়েছিল? কীভাবে, কেন? আমি জানি না কোথাও শান্তি আছে কিনা, কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না’, একাত্তরের ভূমিকা নিয়ে ডিগবাজি জামায়াতের শীর্ষ নেতার

অমানবিক! জমি হাতাতে ১২ বছরের নাবালিকার গোপনাঙ্গ পুড়িয়ে দিল কাকু-কাকিমা

সুস্থ হয়ে জুহুর বাড়িতে ফিরলেন ধর্মেন্দ্র, অভিনেতাকে দেখতে এসে হাউহাউ করে কেঁদে ফেললেন অনুরাগী

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

দিনভর বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন বিকল্প পথে চলছে গাড়ি?

মুখোমুখি সংঘর্ষ কন্টেইনার ও বাসের, আহত ২৫ বাসযাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ