বাবা হলেন বিরাট, কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। নতুন বছরের শুরুতেই ‘বিরাট’ উপহার বিরাট-অনুষ্কার। সোমবার দুপুরে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাত ও মা দু’জনেই ভাল আছেন। এদিন বিকেল ৪টে ১২ মিনিটে এই টুইট করেন বিরাট।
সেখানেই তিনি জানান, অনুষ্কা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও শিশু দুজনেই ভাল রয়েছেন। বিরাটের এই ঘোষণায় খুশি ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়েই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের এই বাবা হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের। ইতিমধ্যেই বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানানোর ঢেউ শুরুও হয়ে গিয়েছে।
লকডাউনের মধ্যে গত অগাস্টেই বিরাট ও অনুষ্কা টুইট করে জানান তাঁরা বাবা-মা হতে চলেছেন। এরপরেই বিরাট চলে যান দুবাইতে আইপিএল খেলতে। তখনই জানা গিয়েছিল জানুয়ারিতে বাবা হতে চলেছেন ভারতীয় অধিনায়ক। এরপর অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই স্ত্রী’র পাশে থাকতে দেশে চলে আসেন বিরাট কোহলি।
বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে ঘরে-বাইরে অনেক সমালোচনাও হয়। কিন্তু সবকিছুতেই পিছনে ফেলে এদিন এই আনন্দের কথা শোনান বিরাট। তিনি টুইট করে জানিয়েছেন, কন্যাসন্তান হওয়া অত্যন্ত খুশির খবর। আশা করছি, এই আনন্দের সময় সকলে আমাদের ব্যক্তিগত সময় দেবেন।
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
সেখানেই তিনি জানান, অনুষ্কা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মা ও শিশু দুজনেই ভাল রয়েছেন। বিরাটের এই ঘোষণায় খুশি ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়েই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের এই বাবা হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের। ইতিমধ্যেই বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানানোর ঢেউ শুরুও হয়ে গিয়েছে।
লকডাউনের মধ্যে গত অগাস্টেই বিরাট ও অনুষ্কা টুইট করে জানান তাঁরা বাবা-মা হতে চলেছেন। এরপরেই বিরাট চলে যান দুবাইতে আইপিএল খেলতে। তখনই জানা গিয়েছিল জানুয়ারিতে বাবা হতে চলেছেন ভারতীয় অধিনায়ক। এরপর অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই স্ত্রী’র পাশে থাকতে দেশে চলে আসেন বিরাট কোহলি।
বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে ঘরে-বাইরে অনেক সমালোচনাও হয়। কিন্তু সবকিছুতেই পিছনে ফেলে এদিন এই আনন্দের কথা শোনান বিরাট। তিনি টুইট করে জানিয়েছেন, কন্যাসন্তান হওয়া অত্যন্ত খুশির খবর। আশা করছি, এই আনন্দের সময় সকলে আমাদের ব্যক্তিগত সময় দেবেন।
More News:
27th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
Leave A Comment