বিজেপিতে যোগ দিলেন অশোক দিন্দা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দিনটা যেন ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়ার দিন। মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই বিজেপিতে যোগ দিলেন অশোক দিন্দা। তাই মনোজের মতো ব্যাটসম্যানকে নিয়ে দলের শক্তি বাড়ালে, তার মোকাবিলা করার জন্য বোলার দিন্দাকে তৈরি রাখল বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার এই দুই ক্রিকেটারের লড়াইটা বেশ জমিয়ে হবে বলে মনে করা হচ্ছে।
বুধবার বিকেলে একটি সভাতে বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী সহ বিজেপি-র অন্যান্য নেতাদের সামনে দলীয় পতাকা হাতে তুলে নেন দিন্দা। দিন কয়েক আগেই যশ দাশগুপ্ত সহ টলি পাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তবে বুধবার তার পাল্টা দিল তৃণমূলও। ডানলপের সভাতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তীরা। মাস খানেক আগেই তৃণমূলের পদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
বুধবার বিকেলে একটি সভাতে বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী সহ বিজেপি-র অন্যান্য নেতাদের সামনে দলীয় পতাকা হাতে তুলে নেন দিন্দা। দিন কয়েক আগেই যশ দাশগুপ্ত সহ টলি পাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তবে বুধবার তার পাল্টা দিল তৃণমূলও। ডানলপের সভাতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তীরা। মাস খানেক আগেই তৃণমূলের পদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment