আজ জিতলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রয় কৃষ্ণরা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সোমবারের ম্যাচে জয় পেলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে এটিকে মোহনবাগানের। তবুও প্র্যাকটিস শেষ টিম মিটিংয়ে ফুটবলারদের উদ্দেশে হাবাসের বার্তা, লিগ পর্যায়ের শেষ দু’টি ম্যাচে দলে যেন কোনওরকম আত্মতুষ্টি না থাকে। গত ম্যাচ ডার্বিতে জয় এসেছে। বড় ম্যাচ জয়ের পরের ম্যাচে হোঁচট খাওয়ার উদাহরণ রয়েছে অতীতে। তাই বেশ সতর্ক হাবাস। হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে নামার আগে রয় কৃষ্ণকে আইএসএলের সেরা খেলোয়াড় বাছলেন হাবাস। তিনি বলেন, ‘গত মরশুমের মতো এবারও রয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। প্রথম দিকের কয়েকটা ম্যাচে নিজের সেরাটা দিতে পারছিল না। কারণ, করোনার জন্য ছয় মাস ফুটবলের বাইরে ছিল। কিন্তু এখন যা খেলছে, তার নিরীখে আমার মতে লিগের সেরা খেলোয়াড় রয়।’
লিগ টেবিলে শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেতে এটিকে মোহনবাগানের শেষ দু’টি ম্যাচ থেকে দরকার দুই পয়েন্ট। ম্যাচ জিতে লক্ষ্যপূরণ করতে মরিয়া হাবাস–ব্রিগেড। সবুড-মেরুন কোচ বলেন, ‘হায়দরাবাদকে শ্রদ্ধা করি। ওরা ভালো দল। মরশুমটা ওদের ভালোই কাটছে। আমাদের দলে আত্মতুষ্টির জায়গা নেই। পেশাদার ফুটবলে আত্মতুষ্টি দলের জন্য ভাল নয়। ওদের দলে রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে ভারসাম্য রয়েছে।’ তাঁর সংযোজন, ‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট আমাকে স্বস্তি দিয়েছে। এই ডার্বি জয় আমার কাছে স্পেশাল। কারণ ফাইনাল ম্যাচের কাছাকাছি ছিল এই ডার্বি। সব জয়ই গুরুত্বপূর্ণ, তবে ডার্বি জেতা তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
ডার্বিতে চোট পেয়েছেন মার্সেলিনহো। হাবাস জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোট গুরুতর নয়। এছাড়া মিডিও এডু গার্সিয়া সুস্থ হয়ে উঠেছেন। ২০ জনের স্কোয়াডে থাকতে পারেন।
লিগ টেবিলে শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেতে এটিকে মোহনবাগানের শেষ দু’টি ম্যাচ থেকে দরকার দুই পয়েন্ট। ম্যাচ জিতে লক্ষ্যপূরণ করতে মরিয়া হাবাস–ব্রিগেড। সবুড-মেরুন কোচ বলেন, ‘হায়দরাবাদকে শ্রদ্ধা করি। ওরা ভালো দল। মরশুমটা ওদের ভালোই কাটছে। আমাদের দলে আত্মতুষ্টির জায়গা নেই। পেশাদার ফুটবলে আত্মতুষ্টি দলের জন্য ভাল নয়। ওদের দলে রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে ভারসাম্য রয়েছে।’ তাঁর সংযোজন, ‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট আমাকে স্বস্তি দিয়েছে। এই ডার্বি জয় আমার কাছে স্পেশাল। কারণ ফাইনাল ম্যাচের কাছাকাছি ছিল এই ডার্বি। সব জয়ই গুরুত্বপূর্ণ, তবে ডার্বি জেতা তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
ডার্বিতে চোট পেয়েছেন মার্সেলিনহো। হাবাস জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোট গুরুতর নয়। এছাড়া মিডিও এডু গার্সিয়া সুস্থ হয়ে উঠেছেন। ২০ জনের স্কোয়াডে থাকতে পারেন।
More News:
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়াবহ দুর্ঘটনার কবলে গলফার টাইগারের গাড়ি, 'ভাগ্যের জোরে' বাঁচলেন
23rd February 2021
Leave A Comment