নেই সন্দেশ! প্লে-অফের আগে চিন্তায় হাবাস
Share Link:

নিজস্ব প্রতিনিধি: প্লে-অফের আগে বেশ চিন্তায় পড়েছে এটিকে মোহনবাগান। কারণ দলের ডিফেন্সের অন্যতম ভরসা সন্দেশ ঝিঙ্গানকে প্রথম লেগের ম্যাচে পাচ্ছেন না অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর নর্থইস্টের বিরুদ্ধেব নামার আগে এই বিষয়টাই ভীষণভাবে ভাবাচ্ছে তাঁকে। লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি-র কাছে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। ওই ম্যাচে রীতিমতো সাদা-মাটা লেগেছিল রয় কৃষ্ণদের। তাই সেই বিষয়টিও খানিকটা চিন্তায় রেখেছে এটিকে মোহনবাগান কোচকে। মুম্বই ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সন্দেশ। জানা গিয়েছে, তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। তাই শনিবার খালিদ জামিলের দলের বিরুদ্ধে ঝিঙ্গানের পরিবর্তে কাকে খেলানো হবে সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ইনজুরি সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন শুভাশিস বসু। লেফট ব্যাকের ফুটবলার হলেও সন্দেশর জায়গায় তাকেও খেলানো হতে পারে। এছাড়া নাম উঠে আসছে কার্ল ম্যাকহিউকেরও। তবে সবটাই নির্ভর করছে হাবাসের ছকের ওপর। নর্থইস্ট বধ করতে তিনি কী ছক কষবেন সেটা তিনি ছাড়া কেউ বলতে পারবে না। হাবাস জানান, 'সন্দেশ আমাদের দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদের মতোই। সন্দেশ খেলতে না পারলে ওর সতীর্থ কেউ একজন খেলবে। এটা কোনও অজুহাত হতে পারে না। আমাদের দলের বাকি সবাই ভালো খেলোয়াড়। কোনও সমস্যা হবে বলে মনে হয় না।নর্থইস্ট ইউনাইটেড এই মরশুমে খুব ভালো খেলেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন। কারণ, ওদের সব বিভাগেই ভালো খেলোয়াড় রয়েছে। ওরা খুব ব্যালান্সড দল।'
পাশাপাশি, প্লে-অফের জন্য প্রস্তুত নর্থ-ইস্ট ইউনাইটেডও। মাঝপথে দায়িত্ব নিলেও দলের খেলার ধরন বদলে দিয়ে সেমিফাইনালে তুলেছেন ভারতীয় কোচ খালিদ জামিল। আর ধারাবাহিকভাবে ভালো খেলে চলছে দলটি। তাই দুই দলের দ্বৈরথটা বেশ জমজমাটই হবে। এবার দেখার বিষয় হল মাঠে কারা বাজিমাত করে। এটিকে মোহনবাগান নাকি নর্থ-ইস্ট ইউনাইটেড।
????MATCHDAY❤️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 6, 2021
The #Mariners will lock horns with the #Highlanders in the first leg of the Semi-Final of #HeroISL season 7. #Mariners, তোমরা তৈরী তো? ????#NEUATKMB #ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/jb2WqQCztt
পাশাপাশি, প্লে-অফের জন্য প্রস্তুত নর্থ-ইস্ট ইউনাইটেডও। মাঝপথে দায়িত্ব নিলেও দলের খেলার ধরন বদলে দিয়ে সেমিফাইনালে তুলেছেন ভারতীয় কোচ খালিদ জামিল। আর ধারাবাহিকভাবে ভালো খেলে চলছে দলটি। তাই দুই দলের দ্বৈরথটা বেশ জমজমাটই হবে। এবার দেখার বিষয় হল মাঠে কারা বাজিমাত করে। এটিকে মোহনবাগান নাকি নর্থ-ইস্ট ইউনাইটেড।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment