মহারণের আগে কী বললেন দুই দলের কোচ?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারের ডার্বি যে তাঁদের পক্ষে একেবারেই সহজ পরীক্ষা নয়, তা বেশ ভালই বুঝতে পারছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যে সময়ে প্রতি ম্যাচে তিন পয়েন্ট না পেলে লিগ টেবিলে এক নম্বর জায়গাটা ধরে রাখা সোজা হবে না, সেই সময়ে এমন একটা কঠিন ম্যাচ দুশ্চিন্তায় রেখেছে হাবাসকে। গত চার ম্যাচে দশ গোল করে জেতা দলের কোচ বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ‘ডার্বি মানে একটা অন্য ধরনের ম্যাচ। এই ধরনের ম্যাচে সর্বোচ্চ স্তরের মানসিকতা প্রয়োজন। আর পাঁচটা ম্যাচের থেকে এটা আলাদা। কারণ, এই ধরনের ম্যাচে যেকোনও সমস্যার সমাধান অন্য ভাবে করতে হয়। এটা আমাদের পক্ষে খুবই বিপজ্জনক ম্যাচ। আমাদের লক্ষ্য একই থাকবে, তিন পয়েন্ট পাওয়া। কিন্তু এসসি ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। তাই এই ম্যাচ জেতা মোটেই সোজা হবে না।’
প্রথম লেগে দুর্বল এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। ৪৯ মিনিটে রয় কৃষ্ণা ও ৮৫ মিনিটে মনবীর সিংয়ের দুর্দান্ত দুই গোলে চিরপ্রতিদ্বন্দীদের হারায় সবুজ-মেরুন শিবির। কিন্তু এখন যে লাল-হলুদ শিবির অনেক শক্তিশালী, তা স্বীকার করে নিয়ে হাবাসের দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন বলেছেন, ‘আগের ডার্বির পরে আমরা দুই দলই উন্নতি করেছি। পরিবর্তনও এসেছে অনেক। ওদের অনেক ভাল ভাল ফুটবলার আছে। আগের বারেও অবশ্য ছিল। ব্রাইট অবশ্যই ভাল খেলোয়াড়। ও একাধিক ভালো গোল করেছে। ওদের হারাতে গেলে আমাদের সেরা পারফরম্যান্স দিতেই হবে।’
লিগে এটিকে মোহনবাগানের সম্পূর্ণ বিপরীত মেরুতে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। সবুজ-মেরুন শিবির যেখানে লিগ শীর্ষে, সেখানে লাল-হলুদ বাহিনী ন’নম্বরে। দুই দলের মধ্যে ১৯ পয়েন্টের ফারাক। নক আউটে ওঠার কোনও সম্ভাবনাই আর নেই তাদের। কিন্তু শুক্রবারের কলকাতা ডার্বিতে ভাল খেলার তাগিদই তাদের চাঙ্গা রেখেছে। তফাৎটা যে এতটাই, তা যাতে একেবারেই না বোঝা যায়, সেই চেষ্টাই করবেন বলে জানিয়ে দিলেন লাল-হলুদের সহকারী কোচ অ্যান্টোনি গ্রান্ট।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলে দেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি বলে আমাদের মানসিক শক্তি কমে গিয়েছে, এমন ভাবার কোনও কারণ নেই। আমাদের অনেক খেলোয়াড়ই আগে আইএসএলে খেলেনি। কয়েকজন অনেক উন্নতি করেছে। কয়েকজনের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই নক আউটের দৌড় থেকে ছিটকে গেলেও আমরা কিন্তু দমে যাইনি।’
সেই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিপক্ষ দলে খুব ভালো আক্রমণাত্মক ফুটবলার আছে। আমরা ওদের যথেষ্ট শ্রদ্ধাই করব। এই প্রতিদ্বন্দিতা উপভোগও করছি। গত কয়েক বছর ধরে রয় কৃষ্ণা দারুণ খেলছে। তবে অবশেষে এটা তো ফুটবলই। প্রতি দলেই বেশ কিছু ভালো খেলোয়াড় থাকে। আমরা তাদের সমীহ করি। কিন্তু কাউকে ভয় পাই না।’
প্রথম লেগে দুর্বল এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। ৪৯ মিনিটে রয় কৃষ্ণা ও ৮৫ মিনিটে মনবীর সিংয়ের দুর্দান্ত দুই গোলে চিরপ্রতিদ্বন্দীদের হারায় সবুজ-মেরুন শিবির। কিন্তু এখন যে লাল-হলুদ শিবির অনেক শক্তিশালী, তা স্বীকার করে নিয়ে হাবাসের দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন বলেছেন, ‘আগের ডার্বির পরে আমরা দুই দলই উন্নতি করেছি। পরিবর্তনও এসেছে অনেক। ওদের অনেক ভাল ভাল ফুটবলার আছে। আগের বারেও অবশ্য ছিল। ব্রাইট অবশ্যই ভাল খেলোয়াড়। ও একাধিক ভালো গোল করেছে। ওদের হারাতে গেলে আমাদের সেরা পারফরম্যান্স দিতেই হবে।’
লিগে এটিকে মোহনবাগানের সম্পূর্ণ বিপরীত মেরুতে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। সবুজ-মেরুন শিবির যেখানে লিগ শীর্ষে, সেখানে লাল-হলুদ বাহিনী ন’নম্বরে। দুই দলের মধ্যে ১৯ পয়েন্টের ফারাক। নক আউটে ওঠার কোনও সম্ভাবনাই আর নেই তাদের। কিন্তু শুক্রবারের কলকাতা ডার্বিতে ভাল খেলার তাগিদই তাদের চাঙ্গা রেখেছে। তফাৎটা যে এতটাই, তা যাতে একেবারেই না বোঝা যায়, সেই চেষ্টাই করবেন বলে জানিয়ে দিলেন লাল-হলুদের সহকারী কোচ অ্যান্টোনি গ্রান্ট।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলে দেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি বলে আমাদের মানসিক শক্তি কমে গিয়েছে, এমন ভাবার কোনও কারণ নেই। আমাদের অনেক খেলোয়াড়ই আগে আইএসএলে খেলেনি। কয়েকজন অনেক উন্নতি করেছে। কয়েকজনের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই নক আউটের দৌড় থেকে ছিটকে গেলেও আমরা কিন্তু দমে যাইনি।’
সেই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিপক্ষ দলে খুব ভালো আক্রমণাত্মক ফুটবলার আছে। আমরা ওদের যথেষ্ট শ্রদ্ধাই করব। এই প্রতিদ্বন্দিতা উপভোগও করছি। গত কয়েক বছর ধরে রয় কৃষ্ণা দারুণ খেলছে। তবে অবশেষে এটা তো ফুটবলই। প্রতি দলেই বেশ কিছু ভালো খেলোয়াড় থাকে। আমরা তাদের সমীহ করি। কিন্তু কাউকে ভয় পাই না।’
More News:
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়াবহ দুর্ঘটনার কবলে গলফার টাইগারের গাড়ি, 'ভাগ্যের জোরে' বাঁচলেন
23rd February 2021
Leave A Comment