corona 01

অস্ট্রেলিয়া বনাম ভারত - অ্যাডিলেডে শুরু হতে চলেছে দিন-রাতের টেস্ট, সূচী প্রকাশিত

Share Link:

অস্ট্রেলিয়া বনাম ভারত - অ্যাডিলেডে শুরু হতে চলেছে দিন-রাতের টেস্ট, সূচী প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেট অস্ট্রেলিয়া সরকারি সিলমোহর পেল ভারতের বিরুদ্ধে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজ সংগঠিত করার। তারপরেই আজ বুধবার সকালে সূচী প্রকাশিত করা হয়েছে। ২৭শে নভেম্বর সিডনিতে ওডিআই দিয়ে শুরু হচ্ছে বহু-প্রতীক্ষিত এই সিরিজ। করোনাকালে ক্রিকেট স্থগিত থাকার পর এই প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন কোহলি বাহিনী।

সূচী অনুযায়ী ওডিআই সিরিজ হবে ২৭শে ও ২৯শে নভেম্বর ও ২রা ডিসেম্বর। প্রথম দুটি ম্যাচ হবে সিডনিতে ও তৃতীয়টি ক্যানবেরায়। এরপর টি২০ সিরিজের প্রথম ম্যাচ হবে ক্যানবেরায় ৪ঠা ডিসেম্বর। তারপর ফের সিডনিতে যাবে মেন ইন ব্লু। সেখানে ডিসেম্বরের ৬ই ও ৮ই তারিখ খেলবে অবশিষ্ট দুটি টি২০ ম্যাচ। একই সঙ্গে, টেস্ট দলের গা ঘামানোর জন্য ৬-৮ই ডিসেম্বর একটি সাইড ম্যাচের আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়া এ-র সঙ্গে। তারপর ১১-১৩ই ডিসেম্বর সিডনিতে একটি দিন রাতের প্র্যাকটিস ম্যাচ ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে নৈশালোকে প্রথম টেস্ট ম্যাচ হবে ১৭ই ডিসেম্বর থেকে। বক্সিং ডে টেস্ট ম্যাচ হবে মেলবোর্নে ২৬শে ডিসেম্বর থেকে। এরপর নয়া বছরে ৭ই জানুয়ারি তৃতীয় টেস্টের আসর বসবে সিডনিতে। অবশেষে গতিময় পার্থের গাব্বায় চতুর্থ টেস্টে কঠিন পরীক্ষায় বসবেন কোহলির দল ১৫ই জানুয়ারি থেকে। ১২ই নভেম্বর আইপিএল শেষ হতেই ভারতীয় দল আসবে ভারতে। সিডনিতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে তাদের। বক্সিং ডে টেস্টে দর্শক থাকবে বলে জানা গিয়েছে।

ভারতীয়দের প্রাথমিক ভাবে ক্যুইন্সল্য়ান্ডে কোয়ারেন্টাইন করার কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন অনুমোদন দিতে বিলম্ব করার সিডনিতে কোহলিদের রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমানে কোভিডের জেরে অর্থ সংকটে ভুগছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এই সফরটি ভালোয় ভালোয় উতরালে সেই সমস্যা অনেকটাই মিটবে। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষিত হয়েছে অজি সফরের জন্য। চোটের জন্য দলে নেই রোহিত শর্মা। লোকেশ রাহুলকে ওডিআই ও টি২০ দলে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Comm Ad 018 Kalna

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

Comm Ad 2020-LDC Momo

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 026 BM

খিদিরপুর থেকে শুরু করে বেহালা, হরিদেবপুর,

খিদিরপুর থেকে শুরু করে বেহালা, হরিদেবপুর,

মুদিয়ালী ছুঁয়ে সোধপুর পার্ক

মুদিয়ালী ছুঁয়ে সোধপুর পার্ক

বাবুবাগান হয়ে উদ্বোধনের যাত্রা শেষ হল একডালিয়া,

বাবুবাগান হয়ে উদ্বোধনের যাত্রা শেষ হল একডালিয়া,

হিন্দুস্থান পার্ক, ত্রিধারার চত্বরে এসে।

হিন্দুস্থান পার্ক, ত্রিধারার চত্বরে এসে।

#

#

#

#

#

#

#

#

#

#

#

#

Voting Poll (Ratio)

Comm Ad 026 BM
Comm Ad 2020-WB Tourism RC