মহমেডানের প্রথম একাদশে ফিরছেন বঙ্গসন্তান... জানুন ক্লিক করে
Share Link:

তীর্থঙ্কর সরকার
নিজস্ব প্রতিনিধি: মহমেডানের হোসে হেভিয়ার চাকরি কি বাঁচবে মহমেডানে? কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তর পাওয়া যাবে। চাকরি বাঁচাতে মঙ্গলবারের ম্যাচে জেতা ভীষণ কঠিন। তারওপর গোল করার লোক নেই। খুঁজছেন। চার্চিলের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর সাদাকালো শিবির নামছে ট্রাউ এফসির বিরুদ্ধে। তার আগে হেভিয়ার বলেন, ‘গোল করতে না পারলে যে কোনও টিমই চিন্তায় থাকবে। সেটা যাতে না হয়, সেই চেষ্টা করছি আমরা।’ সঙ্গে জুড়েছেন, ‘আমরা খারাপ খেলছি না। কিন্তু গোলের যে সুযোগগুলো তৈরি হচ্ছে, সেগুলো কাজে পারছি না। প্রচুর গোল নষ্ট হচ্ছে। সেগুলো যদি করতে পারতাম, তা হলে পরিস্থিতি অন্যরকম হতেই পারত। তবে, যে কোনও টিমই অনেক সময় এই রকম পরিস্থিতির মুখে পড়ে। সেখান থেকে বেরিয়ে এসে কী ভাবে আমরা নিজেদের মেলে ধরতে পারি, সেটাই ভাবতে হবে।’
প্রথম দু’ম্যাচের পর আই লিগের পয়েন্টের খাতায় শীর্ষে রয়েছে চার্চিল। গোয়ান টিমের মতোই চার পয়েন্ট মহমেডানেরও। ৯ টিমের আই লিগে ৮ নম্বরে ট্রাউ। কোমরন তুরসনভ, বিদ্য়াসাগর সিংরা এখনও টিম হয়ে উঠতে পারেননি। কোচ নন্দকুমার সিং অবশ্য এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। যা খুব ভালো করে জানেন হেভিয়া। বলছেনও, ‘যত টুকু খেলা দেখেছি, ট্রাউ খুব ভালো টিম। প্রচুর ভালো প্লেয়ার রয়েছে ওদের টিমে। প্রচুর এনার্জি নিয়ে খেলে। ওদের বিরুদ্ধে কঠিন একটা ম্যাচ খেলতে নামছি। তবে আমরা জেতা ছাড়া আর কিছু ভাবছি না।’
মহমেডান কোচও চাপে আছেন। চোটের জন্য ফাতাও কে পাবে না সাদা কালো শিবির। তীর্থঙ্কর সরকার প্রথম একাদশে খেলবেন। গত ম্যাচে না খেলায় দল ভুগেছে।
প্রথম দু’ম্যাচের পর আই লিগের পয়েন্টের খাতায় শীর্ষে রয়েছে চার্চিল। গোয়ান টিমের মতোই চার পয়েন্ট মহমেডানেরও। ৯ টিমের আই লিগে ৮ নম্বরে ট্রাউ। কোমরন তুরসনভ, বিদ্য়াসাগর সিংরা এখনও টিম হয়ে উঠতে পারেননি। কোচ নন্দকুমার সিং অবশ্য এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। যা খুব ভালো করে জানেন হেভিয়া। বলছেনও, ‘যত টুকু খেলা দেখেছি, ট্রাউ খুব ভালো টিম। প্রচুর ভালো প্লেয়ার রয়েছে ওদের টিমে। প্রচুর এনার্জি নিয়ে খেলে। ওদের বিরুদ্ধে কঠিন একটা ম্যাচ খেলতে নামছি। তবে আমরা জেতা ছাড়া আর কিছু ভাবছি না।’
মহমেডান কোচও চাপে আছেন। চোটের জন্য ফাতাও কে পাবে না সাদা কালো শিবির। তীর্থঙ্কর সরকার প্রথম একাদশে খেলবেন। গত ম্যাচে না খেলায় দল ভুগেছে।
More News:
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
24th February 2021
Leave A Comment