সুখবর ক্রিকেটপ্রেমীদের জন্য, এবার স্টেডিয়ামে বসেই দেখা যাবে খেলা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একটি বড় সুখবর । ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক বসার অনুমতি দিল বিসিসিআই ।
সূত্রের খবর, চেন্নাই, আমেদাবাদ ও পুণের মতো স্টেডিয়ামগুলিতে এই সিদ্ধান্ত মেনে নিলেও বেশ কিছু রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েসান স্টেডিয়ামের ধারণ ক্ষমতার কেবলমাত্র ২০ থেকে ২৫ শতাংশ দর্শক বসার অনুমতি দিতে পারে।
করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলি । মহামারী ভাইরাসের জেরে ভারতে অনুষ্ঠত হয়নি আইপিএল । ভারত থেকে তা স্থানান্তরিত করা হয়েছিল আবু ধাবিতে। শুধুমাত্র আইপিএলই নয়, মার্চের করোনার প্রকোপ বাড়তে থাকায় জারি করা হয় লকডাউন। সেই কারণে সেই সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজও বাতিল ঘোষণা করতে হয়েছিল বিসিসিআইকে।
গতবছর জানুয়ারি মাসেই ভারতের মাটিতেই শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল কোহলি ব্রিগেড। তারপর রঞ্জি ট্রফি থেকে সঈদ মুস্তাক আলি ট্রফি সবকিছুই চলে যায় রুদ্ধদ্বারে। উল্লেখ্য, স্টডিয়ামে দর্শক সমাগমের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পর ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ।
এদিকে মঙ্গলবার পন্থ-পুজারাদের দাপটে ব্রিসবেনের গাব্বায় প্রথমবার জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয়ের ফলে বর্ডার–গাভাসকার ট্রফি দখল করে ভারত।
মঙ্গল বার সকালে গাব্বার সবুজ উইকেটে স্মিথ-পেইনদের ৩২৮র টার্গেট ক্রমশই কঠিন হয়ে পড়েছিল রাহানেদের কাছে। কিন্তু কঠিন হলেও শুরু থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন তরুন তুর্কি ওপেনার শুভমন গিলন। ২২ গজে নেমেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং।
এরপর রাহানে পন্থদের ব্যাটিংইয়ে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। পাশাপাশি টেস্ট র্যাঙ্কিংয়েও এক নম্বর স্থানটি এবার দখল করে নিল রোহিত-রাহানেরা। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে অসি দম্ভ চূর্ণ করার পর এবার টিম ইন্ডিয়ার লক্ষ্যে মর্গ্যানের ইংল্যান্ড। তারমধ্যে এদিন বিসিসিআইয়ের ঘোষণাটি নিঃসন্দেহেই ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করবে,এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
সূত্রের খবর, চেন্নাই, আমেদাবাদ ও পুণের মতো স্টেডিয়ামগুলিতে এই সিদ্ধান্ত মেনে নিলেও বেশ কিছু রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েসান স্টেডিয়ামের ধারণ ক্ষমতার কেবলমাত্র ২০ থেকে ২৫ শতাংশ দর্শক বসার অনুমতি দিতে পারে।
করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলি । মহামারী ভাইরাসের জেরে ভারতে অনুষ্ঠত হয়নি আইপিএল । ভারত থেকে তা স্থানান্তরিত করা হয়েছিল আবু ধাবিতে। শুধুমাত্র আইপিএলই নয়, মার্চের করোনার প্রকোপ বাড়তে থাকায় জারি করা হয় লকডাউন। সেই কারণে সেই সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজও বাতিল ঘোষণা করতে হয়েছিল বিসিসিআইকে।
গতবছর জানুয়ারি মাসেই ভারতের মাটিতেই শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল কোহলি ব্রিগেড। তারপর রঞ্জি ট্রফি থেকে সঈদ মুস্তাক আলি ট্রফি সবকিছুই চলে যায় রুদ্ধদ্বারে। উল্লেখ্য, স্টডিয়ামে দর্শক সমাগমের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পর ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ।
এদিকে মঙ্গলবার পন্থ-পুজারাদের দাপটে ব্রিসবেনের গাব্বায় প্রথমবার জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয়ের ফলে বর্ডার–গাভাসকার ট্রফি দখল করে ভারত।
মঙ্গল বার সকালে গাব্বার সবুজ উইকেটে স্মিথ-পেইনদের ৩২৮র টার্গেট ক্রমশই কঠিন হয়ে পড়েছিল রাহানেদের কাছে। কিন্তু কঠিন হলেও শুরু থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন তরুন তুর্কি ওপেনার শুভমন গিলন। ২২ গজে নেমেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং।
এরপর রাহানে পন্থদের ব্যাটিংইয়ে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। পাশাপাশি টেস্ট র্যাঙ্কিংয়েও এক নম্বর স্থানটি এবার দখল করে নিল রোহিত-রাহানেরা। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে অসি দম্ভ চূর্ণ করার পর এবার টিম ইন্ডিয়ার লক্ষ্যে মর্গ্যানের ইংল্যান্ড। তারমধ্যে এদিন বিসিসিআইয়ের ঘোষণাটি নিঃসন্দেহেই ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করবে,এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
More News:
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment