বিজয় হাজারে ট্রফিতে বাংলার প্রথম প্রতিপক্ষ কে?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সকালেই এবারের বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করবে বঙ্গ ব্রিগেড। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হল সার্ভিসেস। তবে সামনে যেই দলই থাকুক না কেন, জয় ছাড়া আর কিছুই ভাবছে না বঙ্গ ব্রিগেড। এলিট গ্রুপ ই-তে বাংলার সঙ্গে রয়েছে সার্ভিসেস, সৌরাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা এবং চন্ডীগড়। আর বাংলার জন্য সবথেকে সুবিধাজনক বিষয় তারা সমস্ত ম্যাচ তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই খেলবে। কারণ এবারের বিজয় হাজারে ট্রফি কলকাতাতেই হচ্ছে। তাই অন্যান্য সমস্ত দলের থেকে অ্যাডভান্টেজ বেশি থাকবে বাংলার। শ্রীবৎস গোস্বামী, ঋত্বিক চট্টোপাধ্যায়, সায়ন ঘোষ, অভিমন্যু ঈশ্বরণরা চেনা পিচেই খেলতে নামবেন। তাই সকলেই মনে করছেন বাংলার ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সটাই দেওয়া উচিত।
দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেন, ‘বিজয় হাজারে ট্রফিই হল আমাদের প্রধান লক্ষ্য, কারণ এই বছর রঞ্জি ট্রফি হচ্ছে না। তাই আমরা বিজয় হাজারে ট্রফির জন্যই ভালো করে প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি ভালোই হয়েছে। গ্রুপে অনেক ভালো-ভালো দল রয়েছে, তবে আমরা আপাতত পরের রাউন্ডে যাওয়াটা নিশ্চত করতে চাই। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কিছু জায়গাতে ভালো না খেলার জন্য আমরা নক-আউট পর্বে যেতে পারিনি।’ চোট থাকার জন্য দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা মনোজ তিওয়ারির সার্ভিস পাবে না বঙ্গ ব্রিগেড।
দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেন, ‘বিজয় হাজারে ট্রফিই হল আমাদের প্রধান লক্ষ্য, কারণ এই বছর রঞ্জি ট্রফি হচ্ছে না। তাই আমরা বিজয় হাজারে ট্রফির জন্যই ভালো করে প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি ভালোই হয়েছে। গ্রুপে অনেক ভালো-ভালো দল রয়েছে, তবে আমরা আপাতত পরের রাউন্ডে যাওয়াটা নিশ্চত করতে চাই। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কিছু জায়গাতে ভালো না খেলার জন্য আমরা নক-আউট পর্বে যেতে পারিনি।’ চোট থাকার জন্য দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা মনোজ তিওয়ারির সার্ভিস পাবে না বঙ্গ ব্রিগেড।
More News:
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়াবহ দুর্ঘটনার কবলে গলফার টাইগারের গাড়ি, 'ভাগ্যের জোরে' বাঁচলেন
23rd February 2021
Leave A Comment