মহামেডানের বিদেশি নিয়ে দায় কি এড়াতে পারবেন সাদা কালো সচিব?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবলে পার্থক্য গড়ে দেয় বিদেশীরা। এই মিথকে সত্যি প্রমান করে দিলেন মহামেডানের দুই বিদেশী রাফায়েল এবং ফাতাউ। তবে, তাঁরা নেতিবাচকভাবে প্রমান করলেন। চোট লুকিয়ে খেলতে এসেছিলেন মহামেডানে। কিন্তু দুই বিদেশি পছন্দ করেছিলেন সচিব ওয়াসিম আক্রাম। কোনও সিনিয়র কর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াই। মহামেডানে ভারতীয় খেলোয়াড় খারাপ নয়, কিন্তু ওই যে বিদেশী-ফ্যাক্টর। সেটা ভুলে গেলে চলবে না।
অবশেষে বোধোদয় হয়েছে সচিবের। দুই বিদেশিকে ছেড়ে অন্য দুই বিদেশীর দিকে ঝুঁকলেন সচিব, তবে এবার সবার মতামত নিয়ে, আলোচনা করে।
একজন হলেন স্প্যানিশ ফরোয়ার্ড ৩২ বছর বয়সী পেড্রো মানজি। পুরো নাম পেড্রো জেভিয়ার মানজি ক্রুজ। ইনি স্পেনের নাগরিক হলেও, আদতে এনার জন্ম উরুগুয়ের মন্টিভিডিয়ো'য়। মা উরুগুয়ে এবং বাবা স্প্যানিশ হওয়ার সুবাদে পেড্রো তাঁর ইয়ুথ ক্যারিয়ার শুরু করার সুযোগ পান স্পেনের বহুল পরিচিত 'এস্পানিওল' ক্লাবে।
সিনিয়র পর্যায়ে স্পেনের 'ইউনিভার্সিডাড ডে লাস পালমাস' ক্লাবের হয়ে যাত্রা শুরু করে অ্যাটলেটিকো গ্রানাডিলা,মারবেলা সহ ইবাররা ,টেনিসকার মতো স্পেনের বিভিন্ন ক্লাবে প্রায় দশ বছর চুটিয়ে খেলেন তিনি। তারপর, ২০১৮-১৯ মরশুমে ভারতের চেন্নাই সিটি এফ সি'র হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আই লিগের সর্বোচ্চ গোলদাতা হন। পাশাপাশি গোল্ডেন বুট ও আই লিগেও জেতেন তিনি।
তাঁর নজরকাড়া পারফরমেন্সে একপ্রকার মুগ্ধ হয়ে জাপানের দ্বিতীয় ডিভিশনের ক্লাব 'আলবিরেক্স নিগাতা' তাঁকে তৎকালীন রেকর্ড ১ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে চেন্নাই থেকে নিজেদের দলে নেয়।
কিন্ত, আশ্চর্য জনকভাবে তাঁকে মাত্র ৮ ম্যাচে সর্বসাকুল্যে ১৩৮ মিনিট মাঠে রাখেন জাপানের এই ক্লাবের কোচ। বস্তুতঃ তাঁদের এই আচরন পছন্দ না হওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন ৫ ফুট ৩ ইঞ্চির উরুগুয়ান-জাত স্প্যানিশ স্ট্রাইকার। আর তখনই বিদেশী নিয়ে ডামাডোল দেখা যায় মহামেডানে।
মহামেডান কর্তারাও দেরি না করে ঝাঁপান একদা আই লিগের সর্বোচ্চ গোলদাতার দিকে। কিন্তু, শেষ মরশুমে বেশীরভাগ সময় বাইরে কাটানো এবং ৮ ম্যাচে একটাও গোল না করতে পারা পেড্রো কতটা ম্যাচ জেতাতে ভূমিকা নেবেন সেটাই লাখ টাকার প্রশ্ন। যদিও মহামেডান সমর্থকদের একাংশ চেয়েছিল মার্কাস জোসেফ'কে দলে নেওয়ার জন্য। কিন্তু, আর্থিক অনটনের জন্য পেড্রোর দিকে হাত বাড়ান।তবে, পেড্রোকে দলে নিলেও এখনই তাঁর সার্ভিস পাবে না ব্ল্যাক প্যান্থার্সরা। কোভিড-বিধি মেনে মাঠে ফিরতে ফিরতে ৬-৭ টা ম্যাচ হয়ে যাবে।
অবশেষে বোধোদয় হয়েছে সচিবের। দুই বিদেশিকে ছেড়ে অন্য দুই বিদেশীর দিকে ঝুঁকলেন সচিব, তবে এবার সবার মতামত নিয়ে, আলোচনা করে।
একজন হলেন স্প্যানিশ ফরোয়ার্ড ৩২ বছর বয়সী পেড্রো মানজি। পুরো নাম পেড্রো জেভিয়ার মানজি ক্রুজ। ইনি স্পেনের নাগরিক হলেও, আদতে এনার জন্ম উরুগুয়ের মন্টিভিডিয়ো'য়। মা উরুগুয়ে এবং বাবা স্প্যানিশ হওয়ার সুবাদে পেড্রো তাঁর ইয়ুথ ক্যারিয়ার শুরু করার সুযোগ পান স্পেনের বহুল পরিচিত 'এস্পানিওল' ক্লাবে।
সিনিয়র পর্যায়ে স্পেনের 'ইউনিভার্সিডাড ডে লাস পালমাস' ক্লাবের হয়ে যাত্রা শুরু করে অ্যাটলেটিকো গ্রানাডিলা,মারবেলা সহ ইবাররা ,টেনিসকার মতো স্পেনের বিভিন্ন ক্লাবে প্রায় দশ বছর চুটিয়ে খেলেন তিনি। তারপর, ২০১৮-১৯ মরশুমে ভারতের চেন্নাই সিটি এফ সি'র হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আই লিগের সর্বোচ্চ গোলদাতা হন। পাশাপাশি গোল্ডেন বুট ও আই লিগেও জেতেন তিনি।
তাঁর নজরকাড়া পারফরমেন্সে একপ্রকার মুগ্ধ হয়ে জাপানের দ্বিতীয় ডিভিশনের ক্লাব 'আলবিরেক্স নিগাতা' তাঁকে তৎকালীন রেকর্ড ১ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে চেন্নাই থেকে নিজেদের দলে নেয়।
কিন্ত, আশ্চর্য জনকভাবে তাঁকে মাত্র ৮ ম্যাচে সর্বসাকুল্যে ১৩৮ মিনিট মাঠে রাখেন জাপানের এই ক্লাবের কোচ। বস্তুতঃ তাঁদের এই আচরন পছন্দ না হওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন ৫ ফুট ৩ ইঞ্চির উরুগুয়ান-জাত স্প্যানিশ স্ট্রাইকার। আর তখনই বিদেশী নিয়ে ডামাডোল দেখা যায় মহামেডানে।
মহামেডান কর্তারাও দেরি না করে ঝাঁপান একদা আই লিগের সর্বোচ্চ গোলদাতার দিকে। কিন্তু, শেষ মরশুমে বেশীরভাগ সময় বাইরে কাটানো এবং ৮ ম্যাচে একটাও গোল না করতে পারা পেড্রো কতটা ম্যাচ জেতাতে ভূমিকা নেবেন সেটাই লাখ টাকার প্রশ্ন। যদিও মহামেডান সমর্থকদের একাংশ চেয়েছিল মার্কাস জোসেফ'কে দলে নেওয়ার জন্য। কিন্তু, আর্থিক অনটনের জন্য পেড্রোর দিকে হাত বাড়ান।তবে, পেড্রোকে দলে নিলেও এখনই তাঁর সার্ভিস পাবে না ব্ল্যাক প্যান্থার্সরা। কোভিড-বিধি মেনে মাঠে ফিরতে ফিরতে ৬-৭ টা ম্যাচ হয়ে যাবে।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment