আইপিএল নয়! পিএসএল-কেই এগিয়ে রাখলেন স্টেইন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল নয়, পিএসএল তথা পাকিস্তান সুপার লিগকেই এগিয়ে রাখলেন ডেল স্টেইন। সম্প্রতি একটি সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন এই প্রোটিয়া পেসার। তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন আইপিএল-কে নিয়ে এমন মন্তব্য করলেন স্টেইন। তাঁর মতে, আইপিএল হল টাকার খেলা। একদা বিশ্বের একনম্বর পজিশনে থাকা ফাস্ট বোলার জানান, আইপিএল হল টাকার খেলা। ওখানে টাকার জন্য তারকা ক্রিকেটারদের ভিড় বেশি। আর ক্রিকেটের থেকে টাকাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সবাই টাকা নিয়ে ভাবে। কিন্তু এখানে (পিএসএলে) ক্রিকেটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে আমি কত উপার্জন করি সেটা নিয়ে কেউ ভাবে না। তাই আমিও ক্রিকেট নিয়ে বেশি মেতে থাকতে পারি এবং খেলাকে উপভোগ করি।’ তবে পিএসএলে এখন পর্যন্ত তেমন কিছু ভালো পারফরম্যান্স দিতে পারেননি তিনি।
চলতি মরশুমে আইপিএলে খেলতে চাননি ডেল স্টেইন। আর সেটা অনেক আগেই নিজের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন তিনি। তারপরই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দেয়।Happy to be here ???????????? https://t.co/p9hCFrIVWi
— Dale Steyn (@DaleSteyn62) February 22, 2021
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment