আইপিএলের কাঁটা! পিছোচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের জন্য পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল। আগামী জুন মাসে ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় এই বছরের আইপিএলের ফাইনাল পড়ে যাওয়ায় টেস্ট ফাইনালের দিন পিছিয়ে করা হল ১৮ ই জুন।
সূত্রের খবর, পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে ইংল্যান্ড গিয়ে খেলোয়াড়দের কাটাতে হতে পারে কোয়ারেন্টিনে। সেই পরিস্থিতিতে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।
আপাতত জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। খাতায়-কলমে এখনও চারটি দল লর্ডসে ফাইনালে খেলায় দৌড়ে আছে। কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ভারত। তবে সুযোগ আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সামনেও। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম ইংল্যান্ড সিরিজের উপরই নির্ভর করবে, কোন দু'দল উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে নামবে।
৪৩০ পয়েন্ট এবং ৭১.৬৭ শতাংশ পয়েন্ট (পিসিটি) নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে আছে টিম ইন্ডিয়া। ৪২০ পয়েন্ট বা ৭০ শতাংশ পয়েন্ট (পিসিটি) নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। আপাতত ৩৩২ পয়েন্ট নিয়ে ৬৯.১৬ শতাংশ পয়েন্ট (পিসিটি) আছে টিম পেইনদের দখলে। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর ফাইনালের লড়াইয়ে প্রবলভাবে চলে এসেছে ইংল্যান্ডও। আপাতত ৪১২ পয়েন্ট (৬৮.৭ শতাংশ) নিয়ে চতুর্থ স্থানে আছেন জো রুটরা।
উল্লেখ্য, চার ম্যাচের টেস্ট খেলতে ফেব্রুয়ায়রিতেই ভারতে আসছে জো রুটরা। তবে চেন্নাইতে প্রথম টেস্ট ২২ গজে বল গড়ানোর আগে দু’সপ্তাহের কড়া বিধি নিষেধের (বায়ো বাবল) মধ্যে থাকতে হবে জোফ্রা আর্চারদের। শুধু ইংল্যান্ডই নয় চিদাম্বরমের উইকেটে নামার আগে কোয়ারেন্টিনে কাটাতে হবে কোহলি অ্যান্ড কোংকেও।
তবে এই কোয়ারেন্টিনে থাকার সময় রুট-মর্গ্যানদের বিরুদ্ধে কৌশল সাজাতে কোহলিরা অনেকটা সময় ও সুযোগ পাবেন বলে দাবি টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ অরুন শ্রীধরের।
More News:
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment