মোচ্ছব করে হার সেলিব্রেশন! সমালোচনায় বিদ্ধ লাল-হলুদ শিবির
Share Link:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার আইএসএলে খেলতে এসেই ব্যর্থতার সাগরে ডুবে মরশুম শেষ করেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু কেন এতো খারাপ গেল মরশুম? অনেকে বলবেন, সময় কম পেয়েছে। প্রি-সিজন ট্রেনিং হয়নি। ফুটবলার সই করানোর জন্য অনেক কম সময় পেয়েছে লাল-হলুদ। সে সমস্ত তো ছিল অবশ্যই। সেইসঙ্গে আরও অনেক কিছু ছিল। ইস্টবেঙ্গলের মরশুম বিশ্রী কাটার ময়নাতদন্তে নামল ‘এই মুহূর্তে’।
আজ তার প্রথম কিস্তি- শেষ ম্যাচে ওড়িশা এফসি–র বিরুদ্ধে হারের পর ইস্টবেঙ্গলের বিদেশি ব্রিগেডের ডিনার টেবিলে রীতিমতো মোচ্ছব চলছে। বিয়ারের বোতলের ছড়াছড়ি। ম্যাচ হেরে এই মোচ্ছব? কারণ কী? যে কোচ রবি ফাউলার বলছেন, দলে শৃঙ্খলা চাই। আর তাঁর আনা বিদেশি ফুটবলাররাই কিনা এই কাজ করছে! সমর্থকমহলে ছিঃ ছিঃ রব উঠছে। ঘটনার গভীরে গিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এল। যা শুনলে সমর্থকদের চোখ কপালে ওঠার জোগাড় হবে। ইস্টবেঙ্গলের বিদেশিদের অনেকেই নাকি টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই নানান জায়গায় ঘোরার ফ্লাইটের টিকিট অগ্রিম কেটে নিয়েছিলেন। ঘুরতে যাওয়া ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টুর্নামেন্ট শেষ হয়নি, নিজেদের প্ল–অফে যাওয়ার সুযোগ ছিল, তখনই কী করে টিকিট কাটেন বিদেশিরা? যে দলের এই নমুনা, সেই দলের কাছ থেকে এর বেশি কিছু আশা করাই অন্যায় নয় কি? প্রশ্নের উত্তর দেবেন কোচ, ক্লাব ও সমর্থকরাই।
আজ তার প্রথম কিস্তি- শেষ ম্যাচে ওড়িশা এফসি–র বিরুদ্ধে হারের পর ইস্টবেঙ্গলের বিদেশি ব্রিগেডের ডিনার টেবিলে রীতিমতো মোচ্ছব চলছে। বিয়ারের বোতলের ছড়াছড়ি। ম্যাচ হেরে এই মোচ্ছব? কারণ কী? যে কোচ রবি ফাউলার বলছেন, দলে শৃঙ্খলা চাই। আর তাঁর আনা বিদেশি ফুটবলাররাই কিনা এই কাজ করছে! সমর্থকমহলে ছিঃ ছিঃ রব উঠছে। ঘটনার গভীরে গিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এল। যা শুনলে সমর্থকদের চোখ কপালে ওঠার জোগাড় হবে। ইস্টবেঙ্গলের বিদেশিদের অনেকেই নাকি টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই নানান জায়গায় ঘোরার ফ্লাইটের টিকিট অগ্রিম কেটে নিয়েছিলেন। ঘুরতে যাওয়া ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টুর্নামেন্ট শেষ হয়নি, নিজেদের প্ল–অফে যাওয়ার সুযোগ ছিল, তখনই কী করে টিকিট কাটেন বিদেশিরা? যে দলের এই নমুনা, সেই দলের কাছ থেকে এর বেশি কিছু আশা করাই অন্যায় নয় কি? প্রশ্নের উত্তর দেবেন কোচ, ক্লাব ও সমর্থকরাই।
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment