ইস্টবেঙ্গলের কঠিন চ্যালেঞ্জ, রাজু কি খেলবেন?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এক বনাম দশের ডুয়েল। শুক্রবার তিলক ময়দান স্টেডিয়ামে আইএসএলের যে ম্যাচটা হবে, তার ট্যাগলাইন হতে পারে এটাই। লিগ টেবলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে দশ নম্বর দল এসসি ইস্টবেঙ্গল। তাই লড়াইটা সমানে সমানে হবে, এটা ধরে নেওয়া কঠিন। কিন্তু এসসি ইস্টবেঙ্গল যে ধরনের ফুটবল খেলছে, গত দুই ম্যাচেই তারা যে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে, তাতে লড়াইটা সত্যিই সমানে সমানে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
মুম্বই সিটি এফসি যেমন হার দিয়ে এবারের লিগ শুরু করে আর পরের দশটি ম্যাচে হারেনি, তেমনই এসসি ইস্টবেঙ্গলও টানা সাতটি ম্যাচে অপরাজিত। দুই লড়াকু দলের মুখোমুখিতে উত্তেজনায় ঠাসা একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না।
দুই দলের মধ্যে তফাৎটা মূলত ধারাবাহিকতায়। শেষ দশটি ম্যাচের মধ্যে মুম্বই সিটি এফসি জিতেছে আটটিতে ও ড্র করেছে দু’টি ম্যাচে। এসসি ইস্টবেঙ্গল, শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে ড্র করেছে, জিতেছে মাত্র দু’টিতে। এই দুই জয়ই তাদের সম্বল। শুক্রবার তিলক ময়দানে মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে জয় পাওয়া লাল-হলুদ বাহিনীর পক্ষে কঠিন হতে পারে। কিন্তু স্প্যানিশ কোচ সের্খিও লোবেরার দলকে আটকেও দিতে পারে তারা।
যে ভাবে এসসি ইস্টবেঙ্গল শেষ মিনিটে গোল করে কেরালা ব্লাস্টার্সকে আটকে দেয়, যে ভাবে গত ম্যাচে চেন্নাইন এফসি-কে কোনও গোল করতে না দিয়ে আটকে দেয়, সেই কৌশলেই ফের মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে পারে ব্রিটিশ কোচ রবি ফাউলারের দল।
প্রথম লেগে তিন গোলে মুম্বইয়ের কাছে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। লে ফন্দ্রের দু’টি ও হারনান সান্তানার একটি গোলে বিধ্বস্ত হয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সে ছিল তাদের প্রথম তিন ম্যাচের একটি, যখন লাল-হলুদ বাহিনী, ঠিক মতো তৈরিই হয়ে ওঠেনি, পুরো আগোছালো একটা দল নিয়ে নেমেছিলেন ফাউলার। প্রস্তুতির জন্য যেখানে অন্তত মাস খানেক দরকার, সেখানে মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল।
তার পরে আরও দশটা ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। রক্ষণ থেকে আক্রমণ— এখন সব বিভাগেই অনেক উন্নতি করেছে লাল-হলুদ ব্রিগেড। আক্রমণে যেমন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট ইনোবাখারেকে পাওয়ার পরে জাক মাঘোমার সঙ্গে তাঁর তালমেলে এবং অ্যান্থনি পিলকিংটনের সাহায্যে অনেকটাই উন্নতি করেছে, রক্ষণেও তেমনই লিগের মাঝপথে যোগ দেওয়া রাজু গায়কোয়াড় ও অঙ্কিত মুখার্জিরা স্কট নেভিল, ড্যানিয়েল ফক্সদের অনেক ভারসা যোগাতে পারছেন। মাঝমাঠে ম্যাটি স্টাইনমান, সুরচন্দ্র সিং, বিকাশ জায়রুরাও আগের চেয়ে ভাল খেলছেন।
দেড় মাস আগের এসসি ইস্টবেঙ্গলের চেয়ে এই ইস্টবেঙ্গলের ফারাক অনেকটাই রয়েছে। গত ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলা সত্ত্বেও চেন্নাইন এফসি-র মতো শক্তিশালী দলের সঙ্গে গোলশূন্য ড্র করার পরে কোচ রবি ফাউলার বলেন, “আমরা জেতার মতোই খেলেছিলাম। ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। তা সত্ত্বেও তিন পয়েন্ট পেলাম না! আমি হতাশ। তবু আমরা ম্যাচটা হারিনি। দশ জনেও আজ আমরা ওদের চেয়ে ভাল খেলেছি”। কোচের কথা শুনেই বোঝা যায় দলের ওপর তাঁর আত্মবিশ্বাস কতটা বেড়েছে।
সহকারী কোচ রেনেডি সিংও যথেষ্ট আশাবাদী যে তাঁদের দল ক্রমশ আরও ভাল পারফরম্যান্স দেখাবে। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “গত সাত দিনে আমরা যা খেলেছি, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই জায়গায় পৌঁছনো যায়। আমাদের দল আরও ভাল খেলবে। দলের সব ফুটবলারই আরও ভাল খেলবে বলে আমার আশা এবং সেই সময় খুব তাড়াতাড়িই আসতে চলেছে”। গত সাত ম্যাচের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা পেতে চান ইস্টবেঙ্গল ও ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। বলেন, “গত সাত ম্যাচে আমরা অপরাজিত থেকেছি। তিনটি ম্যাচে আমরা দশ জনে খেলেও হারিনি। এগুলোই এখন আমাদের কাছে প্রেরণা”।
আসন্ন ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, “মুম্বই সিটি যথেষ্ট ভাল ও শক্তিশালী দল। কিন্তু আমরা আমাদের নিজস্ব স্টাইলে মনসংযোগ করব। গত সাত ম্যাচে আমরা যে স্টাইলে খেলে এসেছি তার ওপর। দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর থেকে ওরা যথেষ্ট ভাল খেলছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্রমশ উন্নতি করছে ওরা। এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এখন আমাদের কয়েকটা জয় দরকার”।
মুম্বই সিটি এফসি টানা চারটি ম্যাচে জেতার পরে গত শনিবার হায়দরাবাদ এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে। এটাই তাদের দ্বিতীয় ম্যাচ, যাতে কোনও গোল করতে পারেনি তারা। আক্রমণের দিক থেকে হায়দরাবাদ সে দিন মুম্বইকে পিছনে ফেলে দেয়। ওই ম্যাচে তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বুমৌস বিশ্রামে ছিলেন বলে হয়তো গোল করার লোকের কিছুটা হলেও অভাব হয়। ম্যাচের পরে কোচ লোবেরা বলেছিলেন, “অন্য ম্যাচে আমরা যতটা ভাল খেলেছি, এই ম্যাচে তত ভাল খেলতে পারিনি। তবে যা খেলেছে আমার দল, তাতে ড্র-টা ঠিকঠাক ফলই হয়েছে”। তবে মুম্বই সিটি এফসি-কে কী ভাবে আটকাতে হয়, তা সেই ম্যাচেই দেখিয়ে দিয়েছে হায়দরাবাদ এফসি, যা শুক্রবার এসসি ইস্টবেঙ্গলের কাজে লাগতে পারে।
লিগ টেবলের দশ নম্বর দলের বিরুদ্ধে ম্যাচ বলে প্রতিপক্ষকে একটুও কম গুরুত্ব দিতে নারাজ মুম্বই সিটি এফসি-র স্প্যানিশ কোচ লোবেরা। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের গতবারের মুখোমুখিতে কী হয়েছিল, সে কথা মাথায় রেখে যদি এই ম্যাচে খেলতে নামি, তা হলে সেটা হবে সবচেয়ে বড় ভুল। এখন ওরা সম্পুর্ণ অন্য একটা দল আর পারফরম্যান্সে অনেক উন্নতি করেছে ওরা”।
আইসএলের ইতিহাসে এফসি গোয়ার টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার নজির আছে। তাদেরই প্রাক্তন কোচ লোবেরা মুম্বই সিটি এফসি-কে সেই নজির ভাঙার দিকে নিয়ে যাচ্ছেন। তবে এই নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। বলেন, “ট্রফি জেতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক কিছু ভাল করছি আমরা। তার জেরেই এটা হয়েছে। অনেক গোল করেছি। বহু ম্যাচে ‘ক্লিন শিট’ রাখতে পেরেছি। প্রতি ম্যাচে আমাদের বল পজেশনই বেশি থাকে। তাই আমাদের ট্রফি জেতার সম্ভাবনাও বেশি”। রাজু গায়কোয়ার খেলবেন কিনা নিশ্চিত নয়। শুরু থেকে খেলার সম্ভাবনা কম।
মুম্বই সিটি এফসি যেমন হার দিয়ে এবারের লিগ শুরু করে আর পরের দশটি ম্যাচে হারেনি, তেমনই এসসি ইস্টবেঙ্গলও টানা সাতটি ম্যাচে অপরাজিত। দুই লড়াকু দলের মুখোমুখিতে উত্তেজনায় ঠাসা একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না।
দুই দলের মধ্যে তফাৎটা মূলত ধারাবাহিকতায়। শেষ দশটি ম্যাচের মধ্যে মুম্বই সিটি এফসি জিতেছে আটটিতে ও ড্র করেছে দু’টি ম্যাচে। এসসি ইস্টবেঙ্গল, শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে ড্র করেছে, জিতেছে মাত্র দু’টিতে। এই দুই জয়ই তাদের সম্বল। শুক্রবার তিলক ময়দানে মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে জয় পাওয়া লাল-হলুদ বাহিনীর পক্ষে কঠিন হতে পারে। কিন্তু স্প্যানিশ কোচ সের্খিও লোবেরার দলকে আটকেও দিতে পারে তারা।
যে ভাবে এসসি ইস্টবেঙ্গল শেষ মিনিটে গোল করে কেরালা ব্লাস্টার্সকে আটকে দেয়, যে ভাবে গত ম্যাচে চেন্নাইন এফসি-কে কোনও গোল করতে না দিয়ে আটকে দেয়, সেই কৌশলেই ফের মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে পারে ব্রিটিশ কোচ রবি ফাউলারের দল।
প্রথম লেগে তিন গোলে মুম্বইয়ের কাছে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। লে ফন্দ্রের দু’টি ও হারনান সান্তানার একটি গোলে বিধ্বস্ত হয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সে ছিল তাদের প্রথম তিন ম্যাচের একটি, যখন লাল-হলুদ বাহিনী, ঠিক মতো তৈরিই হয়ে ওঠেনি, পুরো আগোছালো একটা দল নিয়ে নেমেছিলেন ফাউলার। প্রস্তুতির জন্য যেখানে অন্তত মাস খানেক দরকার, সেখানে মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল।
তার পরে আরও দশটা ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। রক্ষণ থেকে আক্রমণ— এখন সব বিভাগেই অনেক উন্নতি করেছে লাল-হলুদ ব্রিগেড। আক্রমণে যেমন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট ইনোবাখারেকে পাওয়ার পরে জাক মাঘোমার সঙ্গে তাঁর তালমেলে এবং অ্যান্থনি পিলকিংটনের সাহায্যে অনেকটাই উন্নতি করেছে, রক্ষণেও তেমনই লিগের মাঝপথে যোগ দেওয়া রাজু গায়কোয়াড় ও অঙ্কিত মুখার্জিরা স্কট নেভিল, ড্যানিয়েল ফক্সদের অনেক ভারসা যোগাতে পারছেন। মাঝমাঠে ম্যাটি স্টাইনমান, সুরচন্দ্র সিং, বিকাশ জায়রুরাও আগের চেয়ে ভাল খেলছেন।
দেড় মাস আগের এসসি ইস্টবেঙ্গলের চেয়ে এই ইস্টবেঙ্গলের ফারাক অনেকটাই রয়েছে। গত ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলা সত্ত্বেও চেন্নাইন এফসি-র মতো শক্তিশালী দলের সঙ্গে গোলশূন্য ড্র করার পরে কোচ রবি ফাউলার বলেন, “আমরা জেতার মতোই খেলেছিলাম। ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। তা সত্ত্বেও তিন পয়েন্ট পেলাম না! আমি হতাশ। তবু আমরা ম্যাচটা হারিনি। দশ জনেও আজ আমরা ওদের চেয়ে ভাল খেলেছি”। কোচের কথা শুনেই বোঝা যায় দলের ওপর তাঁর আত্মবিশ্বাস কতটা বেড়েছে।
সহকারী কোচ রেনেডি সিংও যথেষ্ট আশাবাদী যে তাঁদের দল ক্রমশ আরও ভাল পারফরম্যান্স দেখাবে। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “গত সাত দিনে আমরা যা খেলেছি, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই জায়গায় পৌঁছনো যায়। আমাদের দল আরও ভাল খেলবে। দলের সব ফুটবলারই আরও ভাল খেলবে বলে আমার আশা এবং সেই সময় খুব তাড়াতাড়িই আসতে চলেছে”। গত সাত ম্যাচের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা পেতে চান ইস্টবেঙ্গল ও ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। বলেন, “গত সাত ম্যাচে আমরা অপরাজিত থেকেছি। তিনটি ম্যাচে আমরা দশ জনে খেলেও হারিনি। এগুলোই এখন আমাদের কাছে প্রেরণা”।
আসন্ন ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, “মুম্বই সিটি যথেষ্ট ভাল ও শক্তিশালী দল। কিন্তু আমরা আমাদের নিজস্ব স্টাইলে মনসংযোগ করব। গত সাত ম্যাচে আমরা যে স্টাইলে খেলে এসেছি তার ওপর। দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর থেকে ওরা যথেষ্ট ভাল খেলছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্রমশ উন্নতি করছে ওরা। এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এখন আমাদের কয়েকটা জয় দরকার”।
মুম্বই সিটি এফসি টানা চারটি ম্যাচে জেতার পরে গত শনিবার হায়দরাবাদ এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে। এটাই তাদের দ্বিতীয় ম্যাচ, যাতে কোনও গোল করতে পারেনি তারা। আক্রমণের দিক থেকে হায়দরাবাদ সে দিন মুম্বইকে পিছনে ফেলে দেয়। ওই ম্যাচে তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বুমৌস বিশ্রামে ছিলেন বলে হয়তো গোল করার লোকের কিছুটা হলেও অভাব হয়। ম্যাচের পরে কোচ লোবেরা বলেছিলেন, “অন্য ম্যাচে আমরা যতটা ভাল খেলেছি, এই ম্যাচে তত ভাল খেলতে পারিনি। তবে যা খেলেছে আমার দল, তাতে ড্র-টা ঠিকঠাক ফলই হয়েছে”। তবে মুম্বই সিটি এফসি-কে কী ভাবে আটকাতে হয়, তা সেই ম্যাচেই দেখিয়ে দিয়েছে হায়দরাবাদ এফসি, যা শুক্রবার এসসি ইস্টবেঙ্গলের কাজে লাগতে পারে।
লিগ টেবলের দশ নম্বর দলের বিরুদ্ধে ম্যাচ বলে প্রতিপক্ষকে একটুও কম গুরুত্ব দিতে নারাজ মুম্বই সিটি এফসি-র স্প্যানিশ কোচ লোবেরা। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের গতবারের মুখোমুখিতে কী হয়েছিল, সে কথা মাথায় রেখে যদি এই ম্যাচে খেলতে নামি, তা হলে সেটা হবে সবচেয়ে বড় ভুল। এখন ওরা সম্পুর্ণ অন্য একটা দল আর পারফরম্যান্সে অনেক উন্নতি করেছে ওরা”।
আইসএলের ইতিহাসে এফসি গোয়ার টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার নজির আছে। তাদেরই প্রাক্তন কোচ লোবেরা মুম্বই সিটি এফসি-কে সেই নজির ভাঙার দিকে নিয়ে যাচ্ছেন। তবে এই নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। বলেন, “ট্রফি জেতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক কিছু ভাল করছি আমরা। তার জেরেই এটা হয়েছে। অনেক গোল করেছি। বহু ম্যাচে ‘ক্লিন শিট’ রাখতে পেরেছি। প্রতি ম্যাচে আমাদের বল পজেশনই বেশি থাকে। তাই আমাদের ট্রফি জেতার সম্ভাবনাও বেশি”। রাজু গায়কোয়ার খেলবেন কিনা নিশ্চিত নয়। শুরু থেকে খেলার সম্ভাবনা কম।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment