গ্রেফতার হলেন বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আচমকা হানা দিয়ে বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে জেলে ঢুকলেন বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ এবং প্রধান আইনজীবি রোমান গোমেজ। জানা গিয়েছে, ‘বার্সাগেট’ কেলেঙ্কারির তদন্তের সুবিধার জন্যই এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত বছরই ‘বার্সাগেট’ দুর্নীতির কারণে বার্তোমেউ এবং তাঁর পুরো কমিটিই পদত্যাগ করেছিল।
অভিযোগ ছিল, ২০১৭ সালে ন্যু ক্যাম্পে নিজের আধিপত্য বিস্তার এবং কমিটির ভাবমূর্তি উজ্জ্বল করতে আই থ্রি নামক সংবাদ সংস্থাকে মোটা অঙ্কের টাকা অর্থ প্রদান করেছিলেন বার্তোমেউ। যার আরও একটি উদ্দেশ্য ছিল বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানো। কিন্তু গতবছর ফেব্রুয়ারি মাসে এই গোটা ঘটনাটি সবার সম্মুখে এসে যায়। তখনই বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি গোটা বিষয়টির নাম দেওয়া হয় ‘বার্সাগেট’ কেলেঙ্কারি। তখন থেকেই লিওনেল মেসির সঙ্গে বার্সার প্রাক্তন প্রেসিডেন্টের সম্পর্কে সমস্যা তৈরি হয়। যার জন্য ক্লাব ছাড়তেও চেয়েছিলেন এলএম টেন। কিন্তু বার্তোমেউ এবং তাঁর কমিটি পদত্যাগ করার পর মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। জানা গিয়েছে, তদন্তের সুবিধার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্যই তাদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
অভিযোগ ছিল, ২০১৭ সালে ন্যু ক্যাম্পে নিজের আধিপত্য বিস্তার এবং কমিটির ভাবমূর্তি উজ্জ্বল করতে আই থ্রি নামক সংবাদ সংস্থাকে মোটা অঙ্কের টাকা অর্থ প্রদান করেছিলেন বার্তোমেউ। যার আরও একটি উদ্দেশ্য ছিল বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানো। কিন্তু গতবছর ফেব্রুয়ারি মাসে এই গোটা ঘটনাটি সবার সম্মুখে এসে যায়। তখনই বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি গোটা বিষয়টির নাম দেওয়া হয় ‘বার্সাগেট’ কেলেঙ্কারি। তখন থেকেই লিওনেল মেসির সঙ্গে বার্সার প্রাক্তন প্রেসিডেন্টের সম্পর্কে সমস্যা তৈরি হয়। যার জন্য ক্লাব ছাড়তেও চেয়েছিলেন এলএম টেন। কিন্তু বার্তোমেউ এবং তাঁর কমিটি পদত্যাগ করার পর মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। জানা গিয়েছে, তদন্তের সুবিধার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্যই তাদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment